পঞ্চায়েত নির্বাচনের মুখে ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবি তুলল মথা

এডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচন চায় মথা। নির্বাচন কমিশনে দেওয়া হয় ডেপুটেশন।

Jun 28, 2024 - 03:06
 0  14
পঞ্চায়েত নির্বাচনের মুখে ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবি তুলল মথা
ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজয় কুমার রাঙ্খল।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- ভিলেজ কাউন্সিল এবং এডিসির দুটি ইএম শূন্য পদে নির্বাচন করার জন্য তিপ্রামথা দলের তরফে নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে ডেপোটেশন। পরবর্তী সময়ে দাবির বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল।

                রাজ্যে দীর্ঘদিন যাবত ভিলেজ কাউন্সেলি নির্বাচন হচ্ছে না। বিশেষ করে টিটিএএডিসি এলাকার মানুষের সমস্যা কথা মাথায় রেখে নির্বাচন করানোর দাবি করেছেন বিজয় কুমার রাঙ্খল। রাজ্যে মাসখানেকের মধ্যেই হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিজয় কুমার রাঙ্খল বলেন এডিসি এলাকার প্রত্যন্ত স্থানগুলোতে সঠিকভাবে উন্নয়ন করার লক্ষ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন একান্তভাবে প্রয়োজন। তিনি জানান নির্বাচন কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হওয়ার চার মাস পর ভিলেজ কাউন্সিলের নির্বাচন করানো হবে। এদিকে তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা সামাজিক মাধ্যমে দলীয় কর্মীদের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পরামর্শ দিতে শুরু করেছেন। ধারণা করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে শাসক দল বিজেপিকে চাপে রাখতে এই রণকৌশল অবলম্বন করেছে মাথা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow