এয়ারপোর্ট থানার সামনে ধাক্কা দিয়ে স্টার্ট করতে হলো পুলিশের গাড়ি

নরসিং গড়ে এয়ারপোর্ট থানা সামনে পুলিশের গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট করার ঘটনা সামনে এলো। পুলিশ কর্মীরা ডিউটিতে যাওয়ার সময় গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট করে রওনা দিলেন ডিউটিতে।

Jan 28, 2026 - 23:51
Jan 30, 2026 - 23:54
 0  1
এয়ারপোর্ট থানার সামনে ধাক্কা দিয়ে স্টার্ট করতে হলো পুলিশের গাড়ি
এয়ারপোর্ট থানার সামনে ধাক্কা দিয়ে গাড়ি স্টার্ট করল আরক্ষা কর্মীরা:- ছবি নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- আবারো পুলিশের গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট করার ছবি সামনে এলো। এবার এয়ারপোর্ট থানার সামনে ধাক্কা দিয়ে অচল গাড়িকে সচল করল পুলিশকর্মীরা। যদিও এই ঘটনাটিকে অনেকেই যান্ত্রিক গোলযোগ হিসেবে চালিয়ে দিতে চাইবেন। কিন্তু প্রশ্ন উঠছে বারবার শুধুমাত্র থানার গাড়ী গুলোতে এই ধরনের যান্ত্রিক গোলযোগ কেন হবে? 

ত্রিপুরা পুলিশের গাড়ি ধাক্কা দেওয়ার ইতিহাস আজ নতুন নয়। গাড়িগুলোর সঠিক মেরামত না হওয়া এবং দীর্ঘদিনের পুরানো হবার কারণে এই ঘটনাটি ত্রিপুরা পুলিশের সাথে ঘটেই চলেছে। বুধবার এয়ারপোর্ট থানার সামনে পুলিশের একটি গাড়ি স্টার্ট হচ্ছিল না। এবার পুলিশকর্মীরা ধাক্কা দিয়ে স্টার্ট করলেন এই গাড়িটিকে। অনেকের মতে গাড়ি স্টার্ট না হবার বিষয়টি যান্ত্রিক গোলযোগ। এতে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু যদি এটি পুলিশ দপ্তরের গাড়ি হয়ে থাকে তাহলে সেটি অবশ্যই অস্বাভাবিক। কারণ যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা অবনতিজনিত কারণ অথবা যে কোন আপৎকালীন পরিস্থিতিতে গাড়ি ধাক্কা দিয়ে স্টার্ট করার মতো পরিস্থিতি একবারই বেমানান। তার জন্য প্রতিনিয়ত যানবাহনগুলোকে সচল রাখতেই হবে। এই জায়গাতে কোন ধরনের গাফিলতির সুযোগ নেই। বিভিন্ন সময় ধাওয়া করতে হয় পাচারকারীর গাড়ি। সেই‌ কারনেও পুলিশের যানবাহন গুলোকে একেবারেই ভিআইপি এসকর্টের গাড়িগুলোর মত সজল রাখতে হবে। কিন্তু বাস্তবে হচ্ছে তার বিপরীত! যা অতি সত্য পরিবর্তন আনা প্রয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow