শিলান্যাস হলো জীবনানন্দ পরিবার বৃদ্ধাশ্রমের, সহযোগিতার ঘোষণা প্রতিমার

বৃদ্ধাশ্রমে শিলান্যাসে বাবা মায়ের প্রতি যত্নবান হবার আহ্বান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

Dec 11, 2023 - 03:39
Dec 11, 2023 - 05:50
 0  28
শিলান্যাস হলো জীবনানন্দ পরিবার বৃদ্ধাশ্রমের, সহযোগিতার ঘোষণা প্রতিমার
জীবনানন্দ পরিবারের অনুষ্ঠান মঞ্চে বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট :-পরিবার এবং সমাজের কাছে অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য জীবনানন্দ পরিবার নামক বৃদ্ধাশ্রমের শিলান্যাস হলো কাতলা মারায়।কাঠিয়া বাবা সেবা ট্রাস্ট পরিচালিত বৃদ্ধাশ্রমের শিলান্যাস করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

                     "গ্রামীন এলাকার চাইতে শহরের পরিবার থেকে বেশিরভাগ বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে যান। শহরের মানুষ দের শিক্ষিতের হার ও বেশি। তাহলে এই ধরনের শিক্ষার কি মানে?" সমাজের এই অবক্ষয়ের বিষয়ে জীবনানন্দ পরিবার বৃদ্ধাশ্রমের শিলান্যাসে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন মন্ত্রী বলেন দেশের নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত শারীরিক প্রতিবন্ধীদের বাজেভাবে সম্বোধন করা হতো। ২০১৪ সালের নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শারীরিক প্রতিবন্ধীদের দিব্যাঙ্গ বলে সম্বোধন করা হয়। এই সম্বোধন থেকেই বোঝা যায় সমাজের দুর্বল এবং অবহেলিত শ্রেণীর প্রতি সরকারের কি ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে। এদিন মন্ত্রী ঘোষণা করেন উনার দপ্তর থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা করা প্রয়োজন নিয়ম মেনে তিনি অবশ্যই করবেন। এছাড়াও জীবনানন্দ পরিবার গড়ে তুলতে প্রাথমিক পর্যায়ে তিনি উনার এমপি তহবিল থেকে দশ লক্ষ টাকা সহযোগিতা করারও ঘোষণা দিয়েছেন। এদিন শিলান্যাসের পাশাপাশি বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অন্যদিকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্জি বলেন প্রত্যেকটি মানুষকে তার বাবা-মায়ের প্রতি দায়িত্ববান হতে হবে। যাতে করে একজন বাবা মাও বৃদ্ধাশ্রমে যেতে না হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিমনা এলাকার বিশিষ্ট নাগরিক মদন সাহা, বিনোদ দেববর্মা, যোগেন্দ্র দেববর্মা এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow