বড় কাঁঠাল বাজারে শিক্ষার্থীর কাছে গাঁজা বিক্রি করতে গিয়ে আটক ব্যবসায়ী
গাঁজার রমরমায় দিশেহারা স্থানীয়রা
দ্যা ফ্যাক্ট:-সিধাই থানাধীন বড় কাঁঠাল সংলগ্ন নোয়াগাঁও জেবি স্কুলের পাশে গাঁজা বাগান গড়ে তোলার খবর প্রকাশিত হতেই বড় কাঁঠাল বাজারে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করতে গিয়ে আটক এক ব্যবসায়ী। অভিযুক্তের নাম মিনুলাল সাহা। অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে সিধাই থানার পুলিশের হাতে।
বড় কাঁঠাল বাজার সংলগ্ন নোয়াগাঁও জেবি স্কুলের পাশে বিশাল গাঁজা বাগান তৈরি হয়েছে। এই গাঁজা বাগানকে কেন্দ্র করে এলাকার অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ধুমায়িত হচ্ছে। এরই মধ্যে বড় কাঁঠাল বাজারে ছোট ছোট পুটলি করে স্কুল পড়ুয়া এবং স্থানীয়দের কাছে গাঁজা বিক্রি করছে ব্যবসায়ীরা। এঈ খবর এলাকাতে প্রকাশিত হতেই সোমবার স্থানীয় জনগণ গোপন ভাবে অভিযান চালিয়ে মোহনপুরের নিবাসী মেনু লাল সাহাকে হাতেনাতে পাকড়াও করে। দীর্ঘদিন যাবত তিনি এইভাবে গাঁজা বিক্রির সাথে জড়িত ছিলেন। মিনুলাল জানান অতিরিক্ত অর্থ কামাই করতেই তিনি এই গাঁজা বিক্রি করছেন। স্থানীয়রা উনাকে আটক করে তুলে দিয়েছে পুলিশের হাতে। স্থানীয়দের দাবি মিনুলাল এই নেশা সাম্রাজ্যের ছোট্ট একটা পেঁদা। গাঁজা চাষ এবং বড় মাফিয়াদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক। না হলে স্থানীয়রা নিজ হাতে আইন তুলে নিতে পিছ পা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে রাখলেন।
What's Your Reaction?