রাহুলের হিন্দুত্ব বাদী ভোট স্ট্রেটেজির বিপরীত কুলে গিয়ে ধর্মান্তরিত খ্রিস্টানদের পক্ষে সাওয়াল সুদীপের

২৫ শে ডিসেম্বর জনজাতি সুরক্ষা মঞ্চের প্রকাশ্য সমাবেশ বাতিলের দাবি করলেন সুদীপ রায় বর্মন।ছবি:- দ্যা ফ্যাক্ট

Nov 29, 2023 - 04:37
 0  36
রাহুলের হিন্দুত্ব বাদী ভোট স্ট্রেটেজির বিপরীত কুলে গিয়ে ধর্মান্তরিত খ্রিস্টানদের পক্ষে সাওয়াল সুদীপের
সমাবেশ বাতিলের দাবি করলেন সুদীপ রায় বর্মন।ছবি:- দ্যা ফ্যাক্ট

সুমন মহলানবীশ,দ্যা ফেক্ট অফ ত্রিপুরা:-তবেকি সুদীপ রায় বর্মন দিল্লির হাইকমান্ডের দেখানো পথে হাঁটতে চাইছেন না? হিন্দুত্ববাদী ভোটব্যাঙ্ক বাগে আনতে রাহুল মাথায় তিলক দিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। অনেকটা বিজেপির স্টেটেজি অনুসরণ করছে রাহুল। দলীয় হিন্দুত্ব ভোট পলিসির বিপরীত কুলে গিয়ে নিজ সরকারি বাসভবনে জনজাতি ধর্মান্তরিত খ্রিস্টাদের পাশে দাঁড়িয়ে সুর চরলেন সুদীপ।

                     রাজ্যের পাহাড়ে দুই দশকের বেশি সময় যাবত সনাতন ধর্মাবলম্বী মানুষদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার কাজ জারি রয়েছে। এতদিন যাবত এইসব বিষয় নিয়ে মাথা ঘামাননি কেউ। সর্বপ্রথম রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে রামপদ জমাতিয়া খোলাখুলি দাবি করেছিলেন যে সমস্ত জনজাতি অংশের মানুষ হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন তাদের এস টি সার্টিফিকেট বাতিল করা হোক। তারপরই শুরু হয়েছিল রাজনৈতিক আলোচনা সমালোচনা। সম্প্রতি জনজাতি সুরক্ষা মঞ্চ আগামী ২৫শে ডিসেম্বর আস্তাবল ময়দানে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত জনজাতিদের এস টি সার্টিফিকেট বাতিলের দাবিতে এক প্রকাশ্য সমাবেশের আহবান করেছে। এরপরই তিপ্রা মথা দলের নেতা তথা বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা মহাকরণে সাংবাদিক সম্মেলন করে তার তীব্র প্রতিবাদ করেন। সরকারের প্রতি আহ্বান রাখেন এই ধরনের জমায়েতের অনুমতি না দেওয়ার জন্য। এরপরই সিপিআইএম এবং সুদিপ রায় বর্মন মাঠে নামেন। শ্রী বর্মন মঙ্গলবার আগরতলায় নিজ সরকারি বাসভবনে সাংবাদিক সম্মেলন করে দাবি করেন এই ধরনের আহ্বান সংবিধান বিরোধী। সরকার এই সমাবেশের অনুমতি না দেওয়ার জন্য আবেদন করলেন তিনি। এই পর্যন্ত বিষয়টা ঠিক ঠাক ছিল।

                       কিন্তু প্রশ্ন উঠছে সুদীপ রায় বর্মন যেই বক্তব্য এদিন সাংবাদিকদের সামনছ তুলে ধরলেন এটা কংগ্রেস দলের বক্তব্য কিনা? যদি এই দাবি কংগ্রেস দলের হয় তাহলে কেন এই সাংবাদিক সম্মেলন কংগ্রেস ভবনে হলো না? প্রশ্ন উঠছে যদি এই দাবি কংগ্রেস দলের হয়ে থাকে তাহলে কেন এই দাবি কংগ্রেস দলের বলে উল্লেখ করা হলো না? প্রশ্ন উঠছে যদি এই দাবিতে প্রদেশ কংগ্রেসের সমর্থন থাকে তাহলে দলের শীর্ষ নেতৃত্ব অথবা প্রদেশ সভাপতি কেন উপস্থিত ছিলেন না এই সাংবাদিক সম্মেলনে? নাকি দলের হাই কমান্ড আগামী লোকসভা নির্বাচনে দেশের সনাতন ধর্মের মানুষদের নিজেদের প্রতি আকর্ষণ করতে যে মন্দিরকেন্দ্রিক স্ট্যাটাজি নিয়েছে তার বিপরীত কূলে হাঁটছে সুদীপ প্রায় বর্মন? তবে এদিনের এই সাংবাদিক সম্মেলন থেকে এটা স্পষ্ট হয়ে গেছে সুদীপ রায় বর্মন দলের মূল স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে এদিনের এই সাংবাদিক সম্মেলন করলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow