MBB বিমানবন্দর থেকে গাঁজা সমেত ২ অভিযুক্ত গ্রেফতার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ইন্ডিগো বিমান কর্মী গাঁজা পাচারের জড়িত, আতঙ্কিত যাত্রীরা

Nov 28, 2023 - 04:31
Nov 28, 2023 - 06:01
 0  37
MBB বিমানবন্দর থেকে গাঁজা সমেত ২ অভিযুক্ত গ্রেফতার, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
বিমানের গাঁজা নিয়ে যাওয়ার সময় গ্রেফতার ২ অভিযুক্ত, উদ্ধার গাঁজা।ছবি- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-ইন্ডিগো বিমানের নিরাপত্তারষয় দফারফা। ইন্ডিগোর নিরাপত্তা কর্মীর সহযোগিতায় গাঁজা পাচার করতে গিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে এমবিবি বিমানবন্দর থেকে ২০ কিলো গাঁজা সমেত ২ ব্যক্তি গ্রেফতার। অভিযুক্তরা হল সুধীর দেববর্মা এবং নেলসন জমাতিয়া।
           রবিবার সন্ধ্যা ৭.৩০ মিঃ নাগাদ এরপর থানার পুলিশের কাছে খবর আসে এমবিবগ বিমানবন্দর দিয়ে প্রায় ২০ কিলো গাঁজা সমেত এক যুবক বহিরাজে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর এসেছে। এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডলের নেতৃত্বে পুলিশ টিম বিমানবন্দরে গিয়ে তল্লাশি চালায়। তখনই সুধীর দেববর্মা নামে এক যুবকের ব্যাগ থেকে অবৈধ গাজা উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে। এর পাশাপাশি ইন্ডিগো বিমানের নিরাপত্তার দায়িত্বে থাকা নেলসন জমাতিয়া নামে অপর এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। এনসিসির এসডিপিও পারমিতা পান্ডে জানান সুধীর দেববর্মার বাড়ি সিধাই থানা এলাকাতে। নেলসন জমাতিয়া গাঁজা পাচারের কাজে সহযোগিতা করছিল। এই কারণেই কাকে ও গ্রেফতার করা হয়েছে। নেলসনের বর্তমান ঠিকানা অভয়নগর। দুজনে বিরুদ্ধে ই এনডিপিএস ধারায় মামলার রুজু করা হয়েছে বলে জানান এসডিবিও। তবে এই ঘটনার সাথে আন্তর্জাতিক পাচার চক্রের পাশাপাশি আরও অভিযুক্তরা জড়িত থাকতে পারে বলে আশা ব্যক্ত করেছেন এসডিপিও। ইন্ডিগো বিমান কোম্পানির নিরাপত্তা কর্মী এই ঘটনার সাথে জড়িত থাকাকে কেন্দ্র করে বিমান এবং এমবিবি বিমানবন্দরের নিরাপত্তাকে নিয়োগ উড়ছে প্রশ্ন।:-ইন্ডিগো বিমানের নিরাপত্তারষয় দফারফা। ইন্ডিগোর নিরাপত্তা কর্মীর সহযোগিতায় গাঁজা পাচার করতে গিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে এমবিবি বিমানবন্দর থেকে ২০ কিলো গাঁজা সমেত ২ ব্যক্তি গ্রেফতার। অভিযুক্তরা হল সুধীর দেববর্মা এবং নেলসন জমাতিয়া।

           রবিবার সন্ধ্যা ৭.৩০ মিঃ নাগাদ এরপর থানার পুলিশের কাছে খবর আসে এমবিবগ বিমানবন্দর দিয়ে প্রায় ২০ কিলো গাঁজা সমেত এক যুবক বহিরাজে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর এসেছে। এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডলের নেতৃত্বে পুলিশ টিম বিমানবন্দরে গিয়ে তল্লাশি চালায়। তখনই সুধীর দেববর্মা নামে এক যুবকের ব্যাগ থেকে অবৈধ গাজা উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে। এর পাশাপাশি ইন্ডিগো বিমানের নিরাপত্তার দায়িত্বে থাকা নেলসন জমাতিয়া নামে অপর এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। এনসিসির এসডিপিও পারমিতা পান্ডে জানান সুধীর দেববর্মার বাড়ি সিধাই থানা এলাকাতে। নেলসন জমাতিয়া গাঁজা পাচারের কাজে সহযোগিতা করছিল। এই কারণেই কাকে ও গ্রেফতার করা হয়েছে। নেলসনের বর্তমান ঠিকানা অভয়নগর। দুজনে বিরুদ্ধে ই এনডিপিএস ধারায় মামলার রুজু করা হয়েছে বলে জানান এসডিবিও। তবে এই ঘটনার সাথে আন্তর্জাতিক পাচার চক্রের পাশাপাশি আরও অভিযুক্তরা জড়িত থাকতে পারে বলে আশা ব্যক্ত করেছেন এসডিপিও। ইন্ডিগো বিমান কোম্পানির নিরাপত্তা কর্মী এই ঘটনার সাথে জড়িত থাকাকে কেন্দ্র করে বিমান এবং এমবিবি বিমানবন্দরের নিরাপত্তাকে নিয়োগ উড়ছে প্রশ্ন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow