মলয় নগরে ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ আইনজীবী রঘুনাথ মুখার্জী এবং ওনার স্ত্রীর বিরুদ্ধে,পুলিশের মামলা দায়ের

মলয় নগরের চক্রবর্তী পাড়ায় ব্যবসায়ী প্রদীপ ঘোষের জমি দখল করার অভিযোগ উঠেছে আইনজীবী রঘুনাথ মুখার্জি এবং উনার স্ত্রীর বিরুদ্ধে। এই বিষয়ে শ্রীনগর থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রদীপ ঘোষ। দাবি করেছেন উক্ত বিষয়ে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার।

Sep 29, 2025 - 18:37
 0  24
মলয় নগরে ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ আইনজীবী রঘুনাথ মুখার্জী এবং ওনার স্ত্রীর বিরুদ্ধে,পুলিশের মামলা দায়ের
মলয়নগরে জমি দখল করার চেষ্টার প্রতিবাদে রঘুনাথ মুখার্জি ও উনার স্ত্রীর বিরুদ্ধে শ্রীনগর থানাতে অভিযোগ দায়ের। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- ব্যবসায়ীর জমি বলপুরবক দখল করার অভিযোগ উঠেছে আইনজীবী এবং উনার স্ত্রীর বিরুদ্ধে। এই বিষয়ে আজ শ্রীনগর থানাতে আইনজীবী রঘুনাথ মুখার্জী এবং ওনার স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক প্রদীপ ঘোষ।

চুন ব্যবসায়ী প্রদীপ ঘোষের জমির রয়েছে মলয়নগরের চক্রবর্তী পাড়া এলাকায়। রবিবার সেই জমিতে ঘর বাঁধার চেষ্টা করার অভিযোগ উঠেছে আইনজীবী রঘুনাথ মুখার্জী এবং উনার স্ত্রীর বিরুদ্ধে। প্রদীপ ঘোষ অভিযোগ করেন গতকাল উনার জমির উপর ঘর বাঁধার বিষয়টি দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয় জনগণের সহায়তায় রঘুনাথ মুখার্জীকে ঘর তৈরিতে বাঁধা দেওয়া হয়। ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ এই বিষয়টি মহকুমা শাসকের মাধ্যমে সমাধান করার নির্দেশ দেয়। পাশাপাশি এই জমিতে কোন ধরনের নির্মাণ কাজ না করার জন্যও নির্দেশ দিয়ে আসে পুলিশ। কিন্তু পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমে রঘুনাথ মুখার্জী এবং উনার স্ত্রী জমির মালিক প্রদীপ ঘোষের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার করে বলে অভিযোগ শ্রী ঘুষের।

 গোটা বিষয়কে কেন্দ্র করে সোমবার শ্রীনগর থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রদীপ ঘোষ। তিনি জানান এলাকার আইন-শৃঙ্খলা জনিত পরিস্থিতি যাতে অবনতি না হয় সে বিষয়টি সুনিশ্চিত করতে পুলিশ আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow