ত্রিপুরায় দ্বিতীয় কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত: মুখ্যমন্ত্রী
ত্রিপুরায় দ্বিতীয় কিডনি প্রতিস্থাপন করার জন্য প্রায় চূড়ান্ত প্রস্তুতি নেয়া হয়েছে। রাজ্যে হবে আরো মাল্টি স্পেশালিটি বিভাগ। বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।
দ্যা ফ্যাক্ট :- রাজ্যে দ্বিতীয় পর্যায়ে কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি চলছে। কিডনির দাতা এবং কিডনি গ্রহীতা প্রস্তুত রয়েছেন। আগামী দিনে রাজ্যের মানুষকে যাতে চিকিৎসার জন্য অন্য রাজ্যে যেতে না হয়, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।
রাজ্যে কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসা পরিষেবার জগতে এক মাইলফলক স্থাপন করতে সক্ষম হয়েছে স্বাস্থ্য দপ্তর। অনেকের হয়তো ধারণা ছিল প্রথমবার কিডনি প্রতিস্থাপনের পর আর কোনো উদ্যোগ নেওয়া হবে না, কিন্তু মুখ্যমন্ত্রী সেই ধারণাকে ভেঙে দিলেন।
তিনি ঘোষণা দিলেন, রাজ্যের দ্বিতীয় কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজ্যে আরও সুপার স্পেশালিটি ব্লক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
উত্তর পূর্বাঞ্চলে ভৌগোলিক অবস্থানের দিক থেকে ত্রিপুরা একপ্রকার অন্তিম রাজ্য হিসেবে চিকিৎসাক্ষেত্রে পিছিয়ে ছিল। বিশেষ করে জটিল অপারেশনের ক্ষেত্রে তেমন কোনো সাফল্য ছিল না। কিন্তু ২০১৮ সালে নতুন সরকার আসার পর থেকে এই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। জিবিপি হাসপাতালে সিটিভিএস বিভাগ শুরু করার পর ২০২১ সালে হার্টের বাইপাস সার্জারি, মস্তিষ্কের জটিল সার্জারি এবং সর্বশেষ কিডনি প্রতিস্থাপন ত্রিপুরার চিকিৎসা ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরায় ইতিমধ্যেই একটি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে কিডনি দাতা এবং গ্রহীতা দুজনেই ভালো আছেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দ্বিতীয় কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট যে, যদিও কিছুটা দেরিতে হলেও ত্রিপুরা জটিল সার্জারির ক্ষেত্রে একটি ভরসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে।
What's Your Reaction?