যানজটের জেরে ড্রপ গেটে বিদ্যাসাগরের স্ট্যাচুর স্থান ছোট করার সিদ্ধান্ত আগরতলা পুরো নিগমের

যানবাহন চলাচলে সুবিধার্থে উদ্যোগ আগরতলা পুরো নিগমের

Jun 15, 2023 - 23:36
 0  39
যানজটের জেরে ড্রপ গেটে বিদ্যাসাগরের স্ট্যাচুর স্থান ছোট করার সিদ্ধান্ত আগরতলা পুরো নিগমের

দ্যা ফ্যাক্ট:-আগরতলা ড্রপ গেট এলাকায় যানজটকে কেন্দ্র করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ট্যাচুর স্থান ছোট করার সিদ্ধান্ত নিল আগরতলা পুরো নিগম। বৃহস্পতিবার ড্রপ গেট এলাকায় এই স্থানটি পরিদর্শন করে এই কথা জানান আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার।

                      আগরতলা শহরের মধ্যে ড্রপ গেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। রাজ্যের দক্ষিণ ত্রিপুরার সাথে যোগাযোগের ক্ষেত্রে এই রাস্তা ব্যবহার করেই সমস্ত যানবাহন চলাচল করে। এছাড়াও পুলিশ লাইন, সিএনজি ফিলিং স্টেশন, ফায়ার সার্ভিস, দূরদর্শনের মত গুরুত্বপূর্ণ দপ্তর গুলো রয়েছে এই এলাকাতে। এছাড়াও আগরতলা শহরের একমাত্র উড়ালপুলের শহরের দক্ষিণাঞ্চলে শেষ অথবা শুরু এই ড্রপগেইট এলাকা থেকেই।

যার ফলে প্রতিদিন এই এলাকাতে যান চলাচল স্বাভাবিক থাকছে না। সৃষ্টি হচ্ছে যানজট। এই সমস্যা নিরসন করতেই এই এলাকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ট্যাচুর স্থান ছোট করার সিদ্ধান্ত কার্যকর করতে মেয়র সমেত আধিকারিকরা এলাকাটি পরিদর্শন করেন এইদিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow