TFA-র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ব্লাড মাউথের, হুমকি আদালতে যাওয়ার
ব্লাড মাউথ ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনকে কাঠগড়ায় দাঁড় করালো ক্লাব।
দ্য ফ্যাক্ট :- ফুটবল খেলা পরিচালনার ক্ষেত্রে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছে ব্লাড মাউথ ক্লাব কর্তৃপক্ষ। অভিযোগের সুস্পষ্ট জবাব না পাওয়া গেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্লাব সম্পাদক সেবক ভট্টাচার্য। সদ্য সমাপ্ত চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগে ত্রিপুরার স্বনামধন্য ক্লাবগুলো অংশগ্রহণ করেছে। এই লিগে রানার্স আপ হয়েছে ব্লাড মাউথ ক্লাব। কিন্তু খেলা পরিচালনা এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নাখুশ ক্লাব কর্তৃপক্ষ।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। এদিন সম্পাদক সেবক ভট্টাচার্য অভিযোগ করেন যে অ্যাসোসিয়েশন অনৈতিকভাবে অনেককে লাইফ মেম্বারশিপ দিয়েছে। বেছে বেছে নিজের প্রিয়জনদের লাইফ মেম্বার দেওয়ার অভিযোগও আনা হয়েছে। পাশাপাশি ক্লাব সদস্যদের তরফ থেকে একজন সদস্যকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে অন্তর্ভুক্ত করা অনৈতিক বলে আখ্যায়িত করা হয়েছে।
এদিন সবচেয়ে গুরুতর অভিযোগ তোলা হয়েছে এই খেলায় অংশগ্রহণকারী ক্লাবগুলোকে অনুমোদন দেওয়া নিয়ে। অভিযোগ করা হয়েছে যে অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে কিছু ক্লাবকে রেজিস্ট্রেশন সাব কমিটি ভেরিফাই করেনি, অথচ তারা খেলায় অংশ নিয়েছে। এই ধরনের ক্লাবগুলোর মধ্যে লাল বাহাদুর ব্যয়ামাগার এবং রামকৃষ্ণ ক্লাবের নাম উল্লেখ করে সেবক ভট্টাচার্য বলেন যে আরও কিছু ক্লাব রয়েছে যাদের রেজিস্ট্রেশন সাব কমিটি ভেরিফাই করেনি। নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন সাব কমিটি ক্লাবগুলোকে ভেরিফাই করলে লীগ সাব কমিটি তাদের খেলার অনুমোদন দেবে। অথচ এই নিয়ম ভেঙে কিছু ক্লাবকে খেলার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সেবক ভট্টাচার্য।
তিনি বলেন, এই বিষয়ে সঠিক জবাব না পাওয়া গেলে তারা আদালতের দ্বারস্থ হবেন। আপাতদৃষ্টিতে, ব্লাড মাউথ ক্লাব যদি আদালতে মামলা করে, তবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে মেদ যুক্ত দেহ নিয়ে বসার চেয়ার যে অনেকের থাকবে না, তা স্পষ্ট।
What's Your Reaction?