দুর্গাপূজা উপলক্ষে কাতলামারায় বস্ত্র দান, কালীবাজারে সংবর্ধনা দিল পূজা উদ্যোক্তারা

পুজোর দিনগুলো যাতে সমস্ত অংশে মানুষ স্বাচ্ছন্দে অতিবাহিত করতে পারে তার জন্য বিশেষ শ্রেণী মানুষদের বস্ত্র বিতরণ করল কাঠিয়া বাবা গুরু কুলম সেবা ট্রাস্ট। পাশাপাশি কালীবাজারে বয়জেষ্ঠ ব্যবসায়ীদের সংবর্ধনা জ্ঞাপন করেছে পূজো উদ্যোক্তারা।

Sep 30, 2025 - 23:53
Oct 1, 2025 - 00:57
 0  28
দুর্গাপূজা উপলক্ষে কাতলামারায় বস্ত্র দান, কালীবাজারে সংবর্ধনা দিল পূজা উদ্যোক্তারা
কাঠিয়া বাবা গুরু কুলম সেবা ট্রাস্টের উদ্যোগে সমাজের বিশেষ শ্রেণী মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- কাঠিয়া বাবা গুরু কুলম সেভা ট্রাস্টের উদ্যোগে সমাজের বিশেষ শ্রেণীর মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। কাতলারা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে দেওয়া হয়েছে বস্ত্র। পাশাপাশি কালীবাজারে দুর্গাপূজাকে কেন্দ্র করে বাজারে প্রবীণ ব্যবসায়ী এবং সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়।

১ নং সিমনা বিধানসভা এলাকার অন্তর্গত কাতলা মারায় সমাজের বিশেষ শ্রেণী মানুষদের জন্য বস্ত্রদানের উদ্যোগ নিল কাঠিয়া বাবা গুরু কুলম সেভা ট্রাস্ট। কাতলা মারার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে পুজোর আনন্দ দিতে বিশেষ শ্রেণীর মানুষদের বস্ত্র প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক মান্না রায়। 

                   অন্যদিকে কালীবাজারে কালীবাজার যুব সমিতি আয়োজিত দুর্গাপূজায় বাজারের বৈশিষ্ট্য ব্যবসায়ীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মান ধারণা হয়েছে এলাকার কর্মরত সাংবাদিকদের। পাশাপাশি পূজা কে কেন্দ্র করে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পূজো কমিটির সম্পাদক অসীম রায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow