মোহনপুর মহকুমায় বড় পুজোর মণ্ডপ উন্মুক্ত করা হয়েছে ষষ্ঠীর রাতে
মোহনপুর মহকুমাতে বড় পুজোর মন্ডপ গুলো ষষ্ঠীর রাত থেকেই উন্মুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট জনেরা এই পুজ মণ্ডপ গুলো উদ্বোধন করেছেন। পূজার পাশাপাশি বিভিন্ন পুজো উদ্যোক্তারা আয়োজন করেছে সমাজিক অনুষ্ঠানের।

দ্যা ফ্যাক্ট :- মোহনপুর মগ মতে বিশেষ পূজা মন্ডপ গুলো ইতিমধ্যেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিগত দুদিন যাবত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্য বিশিষ্টজনের হাত ধরে উদ্বোধন হয়েছে পূজো মণ্ডপ গুলো। পুজো উদ্যোক্তারা সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে বিভিন্ন সামাজিক কর্মসূচিও হাতে নিয়েছে।
গান্ধীগ্রামের সাহাপাড়ায় সংহতি সংঘ দুর্গোৎসবকে কেন্দ্র করে বস্ত্রবিতরনের আয়োজন করেছে। রবিবার ষষ্ঠীর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে পুজো মন্ডপের। এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, মামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ সহ অন্যান্যরা। এদিন এলাকার বিশেষ শ্রেণীর মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
অন্যদিকে কামালঘাটে শান্তি পাড়াতে শান্তিপারা প্লে সেন্টারের পূজা মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের পশ্চিম আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। রবিবার ফিতা কেঁটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে পূজা মন্ডপের। এই বছর রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে শান্তিপারা প্লে সেন্টারের পূজোমণ্ডপ। এতে প্রায় ১২ লক্ষ টাকা ব্যয় ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পাশাপাশি স্থানীয় শিল্পী দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা। মন্ডপ শয্যা থেকে শুরু করে প্রতিমা সজ্জা পর্যন্ত স্থানীয় শিল্পীদের হাতের ছোঁয়াতেই তৈরি হয়েছে এই পূজা মন্ডপ। পাশাপাশি মোহনপুরের, ব্রেইভ ক্লাব, ছাত্রবৃন্দ জনতা সংঘ এবং অন্যান্য বড় ক্লাবগুলো এবার ভিড় আনতে সক্ষম হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
What's Your Reaction?






