ভাল্লুকের আক্রমণে আহত এক, বাঁচার তাগিদে আক্রমণের নৈতিকতা নিয়ে প্রশ্ন?
দামছড়ায় ভাল্লুকের আক্রমণে আহত জুম চাষী
দ্যা ফ্যাক্ট:- জুমে কাজ করতে গিয়ে ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত এক কৃষক। আহতের নাম অমতাত রিয়াং।ঘটনা কাচারি ছড়ার দামছাড়া এলাকায়। জানা গেছে প্রতিদিনের মতো জুম চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন তিনি। আচমকা ভাল্লুকের আক্রমণে মুখে পড়েন অমতাত। এই এলাকার মোট ৬ জন একত্রিতভাবে জুম চাষে কাজ করতে গিয়েছিলেন। কাজ সেরে বিশ্রাম করার সময় ভাল্লুক আক্রমণ করে বলে জানায় এক প্রত্যক্ষদর্শী। ভালুকের সাথে তার ৩ টি সাবক ছিল। বন্য ভাল্লুকের আক্রমণে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অমতাত রিয়াং। গুরুতর আহত অবস্থায় উনাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু ভালুকের তীব্র আক্রমণে আঘাত গভীর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় জিবিপি হাসপাতালে।
প্রশ্ন উঠছে যে হারে জঙ্গল ধ্বংস করে জুম চাষ এবং অন্যান্য চাষবাস ও বসতি স্থাপনের জন্য জঙ্গলের পরিধি সংকুচিত করা হচ্ছে তারফলে এই ধরনের আক্রমণ পশুদের আত্মরক্ষার্থে নয়তো? বনের স্বাভাবিক বৈশিষ্ট্য বজায় রেখে চাষবাস প্রক্রিয়া না করার দরুন এই ধরনের আক্রমণকে পশুদের "সেলফ ডিফেন্স" হিসেবেও আখ্যায়িত করেছেন প্রাণী বিশেষজ্ঞরা।
ফলে প্রয়োজন মানুষের জীবিকার পথ সুগম করার পাশাপাশি বন্যপ্রাণীদের বাঁচিয়ে রাখতে বিজ্ঞানসম্মত উপযুক্ত পরিবেশ তৈরি করার।
What's Your Reaction?