লোকসভা নির্বাচনের প্রচার,দেওয়াল লিখনে BJP-র প্রদেশ সভাপতি ও মন্ডল নেতৃত্ব

দলকে জয়ী করতে BJP-র দেওয়াল লিখন কর্মসূচি

Jan 10, 2024 - 23:43
 0  32
লোকসভা নির্বাচনের প্রচার,দেওয়াল লিখনে  BJP-র প্রদেশ সভাপতি ও মন্ডল নেতৃত্ব
বনমালীপুরে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:- লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরাতে বিজেপির উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচির সূচনা হয়েছে। বুধবার বনমালীপুর বিধানসভা এলাকায় মন্ডল কার্যালয়ের সামনে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন রংতুলি হাতে দলের প্রতীক চিহ্ন এঁকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন রাজীব ভট্টাচার্য।

 এছাড়াও ৩ নং বামুটিয়া মন্ডল কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে। সকালে বামুটিয়া বিধানসভার বিভিন্ন বুথে দেয়াল লিখন কর্মসূচি করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিজু পাল সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এই দিন দলীয় প্রতীক চিহ্ন এঁকে এই চিহ্নে ভোট দিন লিখেছেন দলীয় নেতৃত্বরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিধানসভার বিভিন্ন বুথে দলীয় কর্মীরা পৃথক পৃথকভাবে এই দেওয়াল লিখন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow