রাত পোহালেই পঞ্চায়েত ভোট, বামুটিয়া ব্লকের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক
গোটা রাজ্যের পাশাপাশি বামুটিয়া ব্লকেও নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি গৃহীত। সরজমিনে ঘুরে দেখলেন জেলাশাসক।
দ্যা ফ্যাক্ট : রাত পোহালে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গেছেন কর্মীরা। নির্বাচন দপ্তরের তরফে সমস্ত ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার বামুটিয়া ব্লকের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি পরিদর্শন করলেন জেলাশাসক ডক্টর বিশাল কুমার।
বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের তরফে সমস্ত ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। যে সমস্ত ব্লক এলাকাতে নির্বাচন হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করা হয়েছে। বুধবার বামুটিয়া ব্লকের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি সরজমিনে ঘুরে দেখলেন জেলাশাসক। কথা বলেছেন ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার অমিতাভ ভট্টাচার্যের সঙ্গে। নিরাপত্তা জনিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন পুলিশের সাথে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কমিশনের তরফে যা যা প্রস্তুতির প্রয়োজন ছিল সবটাই গ্রহণ করা হয়েছে। বিরোধীদের তরফে কোন অভিযোগ রয়েছে কিনা সেই বিষয়ে তিনি বলেন তেমন কোনো অভিযোগ এখনো বিরোধীদের তরফে আসেনি। তবে কিছু এলাকায় নিরাপত্তা বৃদ্ধির দাবি জানানো হয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে রিটার্নিং অফিসার অমিতাভ ভট্টাচার্য ভোটারদের প্রতি আহবান করেন প্রত্যেকে সকাল সকাল সৌহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য।
What's Your Reaction?