রাজ্যে শুরু হতে যাচ্ছে কিডনি এবং লিভার প্রতিস্থাপন প্রক্রিয়া: মুখ্যমন্ত্রী

কিডনি এবং লিভার রোগীদের প্রতিস্থাপনের ক্ষেত্রে আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রী।

May 9, 2024 - 03:58
 0  39
রাজ্যে শুরু হতে যাচ্ছে কিডনি এবং লিভার প্রতিস্থাপন প্রক্রিয়া: মুখ্যমন্ত্রী
IGM- হাসপাতাল প্রদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।

দ্যা ফ্যাক্ট:- আগামী এক মাসের মধ্যে রাজ্যের শুরু হতে যাচ্ছে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া। জিবিপি হাসপাতালে এই লক্ষ্যে প্রস্তুতি চলছে জোর কদমে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শুরু হতে চলেছে এই চিকিৎসা পরিষেবা। বুধবার এই কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।

               প্রতিদিন রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিডনি জনিত রোগের সমস্যা। ত্রিপুরাতে কিডনি রোগীদের বড় ধরনের কোন চিকিৎসা করার মতো পরিকাঠামো এখনো গড়ে ওঠেনি। কিডনি প্রতিস্থাপন করার জন্য রাজ্যের রোগীরা এখনো ১০০% বহিঃ রাজ্যের উপর নির্ভরশীল। যাদের পরিবারে কিডনি ডোনেট করার মতো সদস্য রয়েছেন তাঁরাও বহিঃ রাজ্যে গিয়ে সময়মতো কিডনি প্রতিস্থাপন করাতে পারছেন না। কারণ বহিঃ রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোতে মোটা অংকের অর্থ জমা করে সাধারণ মানুষের পক্ষে কিডনির প্রতিস্থাপন করা প্রায় অসম্ভব। ফলে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অনেক কিডনি রোগী। ইতিমধ্যেই রাজ্যে কিডনি প্রতিস্থাপন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

                পাশাপাশি লিভারজনিত রোগীদের জন্য আশার আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান লিভার প্রতিস্থাপন করার জন্য ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই আলোচনা হয়ে গেছে। বুধবার আইজিএম হাসপাতাল পরিদর্শনে গিয়ে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরাতে কিডনি প্রতিস্থাপন এবং লিভার প্রতিস্থাপন সরকারি এবং বেসরকারি স্তরে এখনো শুরু হয়নি। যদি এই দুটি চিকিৎসা পরিষেবা রাজ্যে শুরু হয় সেই ক্ষেত্রে রাজ্যের রোগীদের দারুন সুবিধা হবে। পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও বহু রোগী ভারতবর্ষের অন্যান্য রাজ্যে প্রতিদিন চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছেন। এই ক্ষেত্রে ত্রিপুরাতে বাংলাদেশের বহু রোগী লিভার প্রতিস্থাপন ও কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে সুযোগ হাতছাড়া করতে চাইবে না। এই দুটি পরিষেবা রাজ্যে শুরু হলে অন্যান্য রাজ্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছোট রাজ্য ত্রিপুরা চিকিৎসা পরিষেবায় অনেক দূর এগিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow