ক্লিন সিটি হিসেবে উত্তর পূর্বাঞ্চলে প্রথম মোহনপুর পুর পরিষদ

১৫ থেকে ২৫ হাজার জনবহুল এলাকার ক্লিন সিটি হিসেবে সাফল্য MMC-র

Jan 12, 2024 - 02:56
Jan 12, 2024 - 02:59
 0  56
ক্লিন সিটি হিসেবে উত্তর পূর্বাঞ্চলে প্রথম মোহনপুর পুর পরিষদ
দিল্লিতে ক্লিন সিটি হিসেবে কেন্দ্রয় মন্ত্রীর হাত থেকে প্রথম পুরস্কার নিচ্ছেন মোহনপুর পুর পরিষদের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:- উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ক্লিন সিটি হিসেবে শীর্ষে নাম উঠে এলো মোহনপুর পুর পুরিদের। বৃহস্পতিবার দিল্লির প্রগতি ময়দানে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে প্রথম স্থান দখল করে মেমেন্টো এবং সার্টিফিকেট গ্রহণ করল আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

                          মোহনপুর পুর পরিষদ এলাকাকে কিভাবে সুন্দর করা যায়, পরিস্কার পরিচ্ছন্ন রাখা যায় তার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজ করছে পুর পরিষদ। এই বিষয়কে মূল্যায়ন করে গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ১৫০০০ থেকে ২৫০০০ জনবসতির ক্যাটাগরিতে ক্লিন সিটি হিসেবে প্রথম স্থান দখল করল মোহনপুর পুর পরিষদ। এর পাশাপাশি এদিন গোটা ভারতবর্ষের মধ্যে রেংকিংয়ের নিরিখে মোহনপুর পুর পরিষদের স্থান চলে এসেছে ২৫১৮ তে। যা মোহনপুরের জনগণের অত্যন্ত গর্বের বলে দাবি করলেন মোহনপুর পুর পরিষদের সিইও সুভাষ দত্ত। এই দিন দিল্লিতে মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শংকর দেব, কাউন্সিলার সুখময় বিশ্বাস এবং সিইও সুভাষ দত্ত মেমেন্টো ও সার্টিফিকেট গ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী হাত থেকে। এই সাফল্যের মধ্য দিয়ে আগামী দিনে স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ব মোহনপুরের জনগণের অনেকটাই বেড়ে গেল বলে মনে করছেন উন্নয়নকামী মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow