ভারত বাংলাদেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোঅর্ডিনেশন কনফারেন্সের সমাপ্তি
কোঅর্ডিনেশন কনফারেন্সে পাচার বাণিজ্য, অবৈধ অনুপ্রবেশ নিয়ে আলোচনা
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা,আগরতলা:-সমাপ্ত হলো বিএসএফ এবং বিজিবির মধ্যে কোঅর্ডিনেশন কনফারেন্স। এই কনফারেন্সে নেশা সামগ্রী পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, সমেত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরো সুদৃড় করার উপর আলোচনা হয়। বিগত ৪ দিন যাবত বাংলাদেশের চট্টগ্রামে চলে এই কনফারেন্স।
ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বিভিন্ন পাচার বাণিজ্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই নাভিশ্বাস দুই দেশের সীমান্ত বাহিনীর। এর পাশাপাশি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এক বিশাল মাথাব্যথার কারণ ভারতের। প্রতিনিয়ত বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে ত্রিপুরা রাজ্যে। যারা ধরা পড়ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে। কিন্তু যারা ধরা পড়ছে না তারা ভারতে এসে অবৈধভাবে বিভিন্ন নথিপত্র হাসিলের মধ্য দিয়ে বসবাস করে যাচ্ছে। চার দিনের এই কনফারেন্সে ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ নেশা বাণিজ্য নিয়ন্ত্রণ , সীমানা সমস্যা সমাধানের উপগ গুরুত্ব দিয়ে আলোচনা হয়। গত ১১ ই সেপ্টেম্বর শুরু হয়েছিল এই কনফারেন্স। কনফারেন্সে উপস্থিত থেকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ড: এমডি শাজেদুর রহমান,বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইজি প্রদীপ কুমার। এই কনফারেন্সকে কেন্দ্র করে দুই দেশের আধিকারিকরা আশা ব্যক্ত করেন বিগত চার দিনের আলোচনায় সুফল পাবে দুই দেশ।
What's Your Reaction?