১০ টি দেশের রাজনৈতিক নেতাদের নিয়ে দিল্লিতে BJP-র বৈঠক

নির্বাচনে বিজেপির প্রচার কৌশলকে কেন্দ্র করে বিদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে দিল্লিতে বৈঠক।

May 2, 2024 - 03:33
May 2, 2024 - 03:42
 0  63
১০ টি দেশের রাজনৈতিক নেতাদের নিয়ে দিল্লিতে BJP-র বৈঠক
দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় কার্যালয়ে বিদেশের রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেন স।

দ্যা ফ্যাক্ট:-ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচার কৌশল নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃত্বদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিল্লিতে দলের রাষ্ট্রীয় কার্যালয়েস এই সভা অনুষ্ঠিত হয়। মূলত ২০১৪ সাল থেকে বিজেপি দেশ পরিচালনায় ক্ষমতা দখলে পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২০১৯ সালে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সমস্ত বিরোধীদলকে পেছনে ফেলে ক্ষমতা দখল করেছিল ভারতীয় জনতা পার্টি। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের পূর্বে যেভাবে প্রচারে ব্যাপক ঝড় তুলেছে তা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও নজরে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলেল। নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি যে ধরনের স্টেটেজি নিয়ে মাঠে কাজ করে সেই স্টেটেজি সম্পর্কে এবার অবগত হতে চায় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক দলের নেতারা। এই উদ্দেশ্যেই দিল্লির ভাজপার রাষ্ট্রীয় কার্যালয়ে ১০ টি দেশের ১৮ টি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা। দলের নির্বাচনের কৌশল নিয়ে বিদেশ থেকে আগত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বদের সাথে খোলামেলা আলোচনা করেছেন জেপি নাড্ডা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow