বামুটিয়া কৃষি মহকুমায় সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু

বামুটিয়ায় কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়েছে রবিবার। বামুটিয়া বিনোদিনী ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে সূচনা হয়েছে এই কর্মসূচি।

Jan 6, 2025 - 00:06
Jan 6, 2025 - 00:07
 0  16
বামুটিয়া কৃষি মহকুমায় সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু
বামুটিয়া কৃষি মহকুমা এলাকার ধান চাষীদের কাছ থেকে সহায়ক মূল্যের ধান ক্রয় কর্মসূচির সূচনা। ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়া কৃষি মহকুমা এলাকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হলো রবিবার। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর হাত ধরে আনুষ্ঠানিক ভাবে সূচনা হয়েছে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির। নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে অতিরিক্ত ধান কৃষকরা বিক্রি করবেন বলে দাবি করলেন মহাকুমা কৃষি আধিকারিক।

                মোহনপুর মহকুমা এলাকাতে দুটি ধান ক্রয় কেন্দ্র রয়েছে। একটি মোহনপুরে এবং অপরটি বামুটিয়ায়। রবিবার বামুটিয়া এলাকার কৃষকদের কাছ থেকে শুরু হয়েছে ধান ক্রয়। দপ্তর বামুটিয়া কৃষি মহকুমা এলাকা থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্য স্থির করেছে। তবে বামুটিয়া কৃষি মহকুমার এগ্রি সুপারিনটেন্ড রাজু রবিদাস জানান বামুটিয়া তার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা চাইতে বেশি ধান দেবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে বামুটিয়ার মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস বলেন দপ্তর কৃষকদের বিভিন্নভাবে নিয়মিত সহায়তা করছে। তবে বিভিন্ন সবজি এবং ধানের বীজ সরবরাহ করার ক্ষেত্রে উন্নত মানের এবং ভালো বীজ কৃষকদের সরবরাহ করার আহ্বান জানিয়েছেন তিনি। 

অন্যদিকে উদ্বোধকের ভাষণে বলাই গোস্বামী বলেন বর্তমানে কৃষকদের সহায়তা করার ক্ষেত্রে সরকারের কোন ধরনের দুর্বলতা নেই। সরকার চাইছে কৃষকরা নিজের পায়ে দাঁড়াক। তার জন্য যত ধরনের সহায়তা প্রয়োজন সবকিছুই করতে প্রস্তুত সরকার। তিনি বলেন কৃষকদের সেচের সহযোগিতা করার জন্য পশ্চিম ত্রিপুরা এলাকাতে আরো ৫০০ সোলার পাম্প বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি করতে সরকার নিয়মিত কাজ করছে বলে জানিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য, কৃষি দপ্তরের সহ অধিকর্তা রঞ্জিত কুমার দাস , বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ,সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow