ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল BJP
পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে সমস্ত আসনে জয়ের আশা ব্যক্ত করলেন সুশান্ত চৌধুরী।
দ্যা ফ্যাক্ট :- রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রার্থী তালিকা ঘোষণা করল। রবিবার সন্ধ্যায় বিজেপি প্রদেশ কার্যালয় সাংবাদিক সম্মেলন করে এই প্রার্থী তালিকা প্রকাশ করলেন মন্ত্রিস সুশান্ত চৌধুরী।
আগামী ৮ ই আগস্ট রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দলের যে সমস্ত প্রার্থীরা মনোনীত হয়েছেন তাদের নাম প্রকাশ করা হয়েছে রবিবার। মোট ৮ টি জেলাতে জেলা পরিষদের ১১৬ টি আসন রয়েছে। সবকটি আসোনি বিজেপি তাঁদের প্রার্থী ঘোষণা করেছে। এদিন প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি সমস্ত আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হবে বলে দাবি করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিগত দিনের কাজের নিরিখে গোটা দেশে ত্রিপুরার একটি বিশেষ স্থান রয়েছে। সেই কাজের মূল্যায়ন করে রাজ্যের মানুষ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন বলে আশা ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
What's Your Reaction?