মোহনপুরে চলন্ত গাড়িতে আগুন, আহত যাত্রী
মোহনপুরে পিকনিকের গাড়িতে অগ্নিসংযোগ ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য কেন্দ্রে।
দ্যা ফ্যাক্ট :- সিধাই থানাধীন আগরতলা খোয়াই জাতীয় সড়কের জগৎপুর চৌমুনী এলাকায় চলন্ত বাসে অগ্নি সংযোগ ঘটে। গোটা বাস ভষ্মিভূত হয়ে যায়। ঘটনা স্হলে পৌঁছায় দমকল বিভাগের কর্মীরা। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে।
রবিবার দিনভর পিকনিকের ব্যস্ততায় যান চলাচলের ব্যাপকতা ছিল সড়কগুলোতে। এরই মধ্যে এদিন সন্ধ্যায় মোহনপুরের জগৎপুর চৌমুহনীতে চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জানা গেছে পিকনিক থেকে ফেরার পথে এই অগ্নিসংযোগ এর ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে বাসের ভেতর থাকা জেনারেটার থেকে অগ্নিসংযোগের উৎপত্তি হয়েছে। গোটা গাড়িতে অগ্নিসংযোগ ঘটায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মোহনপুর দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অন্যদিকে গাড়ির আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে দমকল বিভাগের কর্মীরা। তবে এরই মধ্যে গাড়ির বেশিরভাগ অংশ ভষ্মিভূত হয়ে যায়।
রাত ১০ টার সংযোজন:- জানাগেছে বাস গাড়িটি কাতলামারা এলাকায় পিকনিক সেরে বাড়ি ফিরছিল। এরই মধ্যে জগৎপুর চৌমুনী এলাকায় আসার পর এই দুর্ঘটনা ঘটে। মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ বলেন গাড়ির ভেতরে থাকা জেনারেটার থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আগুনের চাইতে আগুনের ধোয়ায় আহত হয়েছেন বেশি। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল।
What's Your Reaction?