নেশাখোর যুবকদের আটক করে পুলিশের হাতে তুলে দিল কাতলামারার জনতা

সিমনা বিধানসভা এলাকার কাতলামারায় নেশাখোর যুবকদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় জনতা। রীতিমতো চুরি ছিন্তাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। শুক্রবার নেশাখোর বেশ কিছু যুবকদের আটক করে স্থানীয়রা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

Jul 25, 2025 - 23:56
Jul 26, 2025 - 00:15
 0  18
নেশাখোর যুবকদের আটক করে পুলিশের হাতে তুলে দিল কাতলামারার জনতা
কাতলামারায় নেশা বিরোধী অভিযানে নেশাগ্রস্তদের আটক স্থানীয়রা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- পুলিশের উপর আস্হা হারিয়ে অবশেষে নেশা বিরোধী অভিযানে নামলো স্থানীয় জনতা। শুক্রবার বেশ কিছু নেশাখোর যুবকদের আটক করে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। ঘটনা সুন্দর টিলা পুলিশ ফাঁড়ির অন্তর্গত কাতলামারা এলাকায়।

সুন্দর টিলা পুলিশ ফাঁড়ির অন্তর্গত কাতলামারা, পঞ্চবটিসহ বিভিন্ন এলাকায় নেশায় ব্যাপক আসক্ত হচ্ছে যুবক যুবতীরা। কাতলামারা এলাকাফ্যয় নেশাখোর যুবকেরা ছিন্তাই চুরির মত ঘটনার সাথে যুক্ত হচ্ছে। পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করায় অবশেষে বাধ্য হয়ে মাঠে নামল স্থানীয়রা। শুক্রবার এই এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে যে সমস্ত যুবকরা ড্রাগসহ বিভিন্ন নেশার সাথে যুক্ত তাদেরকে আটক করে। তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পাশাপাশি তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নেশা সামগ্রী। স্থানীয়রা দাবি করেন এই এলাকার যুব সমাজকে সুস্থ রাখতে এবং পরিবেশ ভালো রাখতে এই উদ্যোগ উনারা গ্রহণ করেছেন। তবে পুলিশ এই বিষয়ে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে এই এলাকার যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করার দাবী জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow