অনঙ্গনগরে বিস্ফোরণের অভিযোগে শাসক বিরোধী বাক যুদ্ধ, ময়দানে বিরোধী দলনেতা
অনঙ্গনগরে সিপিআইএম নেতার বাড়ির সামনে বিস্ফোরণের অভিযোগ। সোমবার এই এলাকা পরিদর্শন করেন প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ কুমার দাস এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
দ্যা ফ্যাক্ট :- বরজলা বিধানসভার অনঙ্গ নগরে সিপিআইএম নেতার বাড়ির সামনে বিস্ফোরণের অভিযোগ। প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাসের দাবি বাজি বা পটকা ফুটানোর বিষয়টিকে বোম বলে অপপ্রচার করা হচ্ছে। অন্যদিকে বিরোধী দলনেতার কটাক্ষ তিনি চিকিৎসক। ফরেন্সিক বিশেষজ্ঞ নন।
গেল শনিবার গভীর রাতে ৪ নং বরজলা বিধানসভা এলাকার অন্তর্গত অনঙ্গনগরে তপন শীলের বাড়ির সামনে একটি বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে অভিযোগ করা হয়েছে পুলিশে। সোমবার ঘটনা স্হলে গিয়েছেন এই এলাকার বিজেপি দলের প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ কুমার দাস, মন্ডল সভাপতি সহ অন্যান্যরা। তপন শীলের সাথে কথা বলার পাশাপাশি গোটা এলাকা ঘুরে দেখেছেন উনারা। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর দিলীপ কুমার দাস অভিযোগ করেন একটি বাজি বা পটকা ফোটানোর বিষয়কে বিশাল ভাবে উপস্থাপন করছে সিপিআইএম। এলাকার শান্তি সম্প্রীতির পরিবেশকে বিনষ্ট করার জন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ডক্টর দাস। পাশাপাশি বোমা বিস্ফোরণের অভিযোগটিকে পটকা ফুটানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।
অন্যদিকে এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে আসেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি গোটা বিষয় সম্পর্কে শাসকদলকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। পাশাপাশি পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তবে ডক্টর দিলীপ কুমার দাসের পটকা ফোটানোর দাবিকে কটাক্ষ করে শ্রী চৌধুরী বলেন "তিনি চিকিৎসক, ফরেনসিক বিশেষজ্ঞ নন"। পাশাপাশি বিরোধী দলনেতা আরও বলেন নগরে আগুন লাগলে মন্দির, মসজিদ, গির্জা কোন কিছুই বাঁচেনা। যেভাবে আগুন জ্বালাতে চাইছে তারা এতে করে শুধু বিরোধী দলের নয় শাসকদলের ঘরও পুড়বে।
What's Your Reaction?