দক্ষিণ নারায়ণপুরে পাচারকারীরা বাড়িতে ঢুকে মারধোর, আঙ্গুল কাটলো গৃহবধুর
দক্ষিণ নারায়ণপুরে পাচারকারীদের আক্রমণে আহত হয়ে পুলিশের কাছে ইনসাফের দাবি।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- পাচার বাণিজ্যের তথ্য সীমান্ত রক্ষী বাহিনীকে প্রদান করার মিথ্যে অভিযোগ এনে বাড়িতে ঢুকে মারধর করলো পাচারকারীরা। ঘটনা এয়ারপোর্ট থানার অন্তর্গত দক্ষিণ নারায়ণপুরে। প্রতিবাদে পুলিশে অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত পরিবার।
দক্ষিণ নারায়ণপুর এলাকার রাহুল সরকার এবং তার কাকা সঞ্জিত সরকার দীর্ঘদিন যাবত পাচার বাণিজ্যের সাথে জড়িত। বিশেষ করে অবৈধ নেশা সামগ্রী গুলো বাংলাদেশ পাচারের ব্যবসা করছে এরা। মঙ্গলবার সকালে এই এলাকার সাজু সরকারের বাড়িতে ঢুকে উনাকে মারধর করেছে দুই অভিযুক্ত। পাশাপাশি উনার স্ত্রী সরস্বতী দাস সরকার, এবং উনাদের নাবালক ছেলে শুভজিৎ সরকারকেউ মারধর করার অভিযোগ উঠেছে। এরমধ্যে হামলাকারীদের দায়ের আঘাতে সরস্বতীর হাতের তিনটি আঙ্গুল কেটে গেছে। উনাকে আপত্তিজনকভাবে স্পর্শ করা হয়েছে বলেও অভিযোগ। গোটা ঘটনার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের দাবী জানিয়েছেন গোটা প শ্রদ্ধারিবার।
What's Your Reaction?






