নব নির্মিত আগরতলা খোয়াই জাতীয় সড়কে পায়ে হাঁটলেন মুখ্যমন্ত্রী

রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

Dec 7, 2023 - 04:59
Dec 7, 2023 - 15:27
 0  45
নব নির্মিত আগরতলা খোয়াই জাতীয় সড়কে পায়ে হাঁটলেন মুখ্যমন্ত্রী
স্বপ্নের নবনির্মিত আগরতলা খোয়ই জাতীয় সড়ক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:-রাজপথে হাঁটলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। নবনির্মিত ১০৮-বি আগরতলা খোয়াই জাতীয় সড়কে পায়ে হেঁটে সৌন্দর্য উপভোগ করলেন মুখ্যমন্ত্রী।
              বেশ কয়েক বছর আগে আগরতলা খোয়াই জাতীয় সড়ক নতুন ভাবে নির্মাণের কাজ শুরু হয়েছে। এই রাস্তাটি বর্তমানে আসাম আগরতলা জাতীয় সড়কের বিকল্প জাতীয় সড়ক হিসেবে গুরুত্ব পেয়েছে। হাজার হাজার গাড়ি প্রতিদিন এই সড়ক ধরে খোয়াই, কমলপুর, কৈলাশহর, কুমারঘাট এবং ধর্মনগরের সাথে আগরতলার যোগাযোগ রক্ষা করছে। এই সড়ক দিয়ে যাওয়ার সময় আচমকা থেমে গেল মুখ্যমন্ত্রী কনভয়। গাড়ি থেকে নেমে পায়ে হাঁটতে শুরু করলেন মুখ্যমন্ত্রী। পূর্ব নির্ধারিত সিডিউল ছাড়া এই কর্মসূচিকে ঘিরে রীতিমতো মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরাও হতবাক হয়ে যান। গাড়ি থেকে নেমে নিরাপত্তা কর্মীদের সাথে দূরত্ব বজায় রেখে হাঁটতে শুরু করলেন মুখ্যমন্ত্রী। নিজেই পরখ করলেন নির্মাণ কাজের গুণগতমান এবং এই বিশাল রাস্তা তৈরিকে কেন্দ্র করে মানুষের সুবিধার বিভিন্ন দিকগুলো। একসময় সন্ত্রাসবাদীদের বন্দুকের ভয়ে এই সড়ক বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে দেশের অন্যান্য রাজ্যের সাথে পাল্লা দিয়ে নির্মাণ কাজ চলছে এই জাতীয় সড়কের। যেই পর্যন্ত নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে এই এলাকা দিয়ে যাতায়াত ব্যবস্থা বর্তমানে দারুন রূপ নিয়েছে। এদিন এই জাতীয় সড়ক দিয়ে পায়ে হাঁটার পর দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow