সিমনায় গাঁজা বিরোধী অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, পরিস্থিতির নিয়ন্ত্রণে শূন্যে গুলি

গাঁজা বিরোধী অভিযানে গিয়ে গাঁজা চাষীদের প্রতিবাদের মুখে গুলি ছুঁড়লো নিরাপত্তা কর্মীরা। বৃহস্পতিবার সিধাই থানার অন্তর্গত পূর্ব সিমনার কাঁটা ছড়ায় পুলিশ গাঁজা বিরোধী অভিযান করার সময় সঙ্গবদ্ধ আক্রমণ চালায় গাঁজা চাষিরা। একপ্রকার বাধ্য হয়ে শূন্যে গুলি ছোড়ে সীমান্ত রক্ষী বাহিনী।

Sep 19, 2025 - 00:03
Sep 19, 2025 - 00:11
 0  12
সিমনায় গাঁজা বিরোধী অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, পরিস্থিতির নিয়ন্ত্রণে শূন্যে গুলি
সিমনায় গাঁজা বিরোধী অভিযানে বাঁধা দানকারীদের নিয়ন্ত্রণ করতে গুলি চালালো বড়এসএফ।ছবি :- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- গাঁজা বিরোধী অভিযানে গাঁজা চাষীদের আক্রমণকে প্রতিহত করতে শূন্যে গুলি ছুড়লো সীমান্ত রক্ষী বাহিনী। বৃহস্পতিবার সিধাই থানার অন্তর্গত সিমনা বিধানসভার কাঁটা ছড়া গ্রামে গাঁজা বিরোধী অভিযানকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে এই ঘটনা। যদিও নিরাপত্তা কর্মীদের গুলিতে হতাহতের কোন খবর নেই। শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছে পুলিশ।

                 সিধাই থানা এলাকাতে ব্যাপক পরিমাণ এলাকা জুড়ে অবৈধ গাঁজা বাগান গড়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার সিধাই থানার ওসি হিমাদ্রি সরকার, সুন্দরটিলা ফাঁড়ির ওসি ধ্রুবজয় রিয়াং সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের নেতৃত্বে গাঁজা বিরোধী অভিযান চলে। সিমনা বিধানসভার কাটাছড়া গ্রামে গাঁজা বিরোধী অভিযান করার সময় গাঁজা চাষিরা পুলিশকে বাঁধা দেয়। গুলতি, ইট, পাটকেল ছূরা হয় পুলিশের দিকে। এরই মধ্যে পুলিশ প্রায় ৫০০০০ গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন সিধাই থানার ওসি হিমাদ্রি সরকার। গাঁজা চাষীদের পুলিশ একাধিকবার এই ধরনের কার্যকলাপ থেকে বিরত হবার নির্দেশ দিলেও গাঁজা চাষিরা পিছু হটেনি। একপ্রকার বাধ্য হয়ে সীমান্ত রক্ষী বাহিনী ২ রাউন্ড গুলি ছোড়ে সীমান্তে। তার পরই ছত্রভঙ্গ হয় আক্রমণকারীরা। পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আগামী দিনেও এই ধরনের অভিযান আরো জোর কদমে জারি থাকবে। যদি কোন এলাকাতে পুনরায় পুলিশের কাজে বাঁধা দেওয়া হয় তাহলে আরো কঠোর হাতে গাঁজা চাষীদের দমন করা হবে। পাশাপাশি ইতিমধ্যেই চার অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ শত প্রণোদিত মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি । আরো বেশ কিছু অভিযুক্তের নাম এই মামলায় যুক্ত হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow