ধনপুর বক্সনগরে উপনির্বাচন ৫ সেপ্টেম্বর,BJP চাইছে শক্তি বৃদ্ধি,বিরোধী শিবির আসন সমঝোতায় ব্যস্ত
উপনির্বাচনে "করেঙ্গে ইয়া মরেঙ্গে" নীতি শাসকের
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-ত্রিপুরার দুটি বিধানসভা আসনে উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৫-ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুই আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া। বক্সনগর এবং ধনপুর আসনে একইসাথে হবে ভোট গ্রহণ।
. ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার গঠন করার পর পদত্যাগ করেন প্রতিমা ভৌমিক। ধনপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হওয়ার পর বিধায়ক পদে শপথ গ্রহণের পূর্বেই পদত্যাগ করেন তিনি। থেকে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েই। অন্যদিকে প্রয়াত হয়েছেন বক্সনগর কেন্দ্রের সিপিআই(এম) দলের বিধায়ক সামসুল হক। স্বাভাবিকভাবেই ধারণা করা হয়েছিল এই দুই আসনে একইসাথে নির্বাচন করবে নির্বাচন কমিশন। সেই মোতাবেক মঙ্গলবার দুই আসনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। ৫-ই সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ প্রক্রিয়া । ১৭-ই আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা করতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ফলাফল ঘোষণা হবে ৮-ই সেপ্টেম্বর। এই দুই আসনকে দখল নিতে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল মাঠে ঝাঁপিয়ে পড়েছে। এরমধ্যে শাসক দল বিজেপি এই দুই আসনের জন্য কোমর বেঁধে ময়দানে নেমেছে। কারণ বর্তমানে ৩১ জন বিধায়ক নিয়ে সরকারে রয়েছে বিজেপি। সরকার টিকিয়ে রাখতে প্রয়োজন ন্যূনতম ৩১ জন বিধায়ক। আগামী সাড়ে চার বছর বিজেপি সরকারকে মজবুতভাবে টিকে থাকতে হলে এই ৩১ সংখ্যা কোনওভাবেই সুখকর নয় মানিক সাহার সরকারের জন্য। ফলে এই দুই আসনকে পাখির চোখ করে শাসকদল বিজেপি ইতিমধ্যেই ময়দানমুখী। অন্যদিকে মুখ্য তিন বিরোধী দল সিপিআই (এম), কংগ্রেস এবং তিপ্রা মথা জোটনীতি নিয়ে বিজেপিকে ঠেকাতে রণকৌশল অবলম্বন করে না কি একলা চলো নীতিতেই মাঠে থাকে সেদিকেই তাকিয়ে রাজনীতি প্রেমীরা।
What's Your Reaction?