রাজ্যে মাফিয়া শব্দ থাকতে পারবে না, নেশা কারবারিদের কড়া হুঁশিয়ার মুখ্যমন্ত্রীর

প্রজ্ঞা ভবনে আরোক্ষ দপ্তরে পর্যালোচনা বৈঠকে, উপস্থিত মুখ্যমন্ত্রী

Aug 9, 2023 - 05:58
 0  15
রাজ্যে মাফিয়া শব্দ থাকতে পারবে না, নেশা কারবারিদের কড়া হুঁশিয়ার মুখ্যমন্ত্রীর

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে। এই পর্যালোচনা বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ডঃ মানিক সাহার স্পষ্ট বার্তা - রাজ্যে মাফিয়া নামে কোন শব্দ থাকতে পারবে না। জিরো টলারেন্স পলিসিতে কাজ করার পরামর্শ দিলেন পুলিশকে। গর্জন করলেন নেশা-বাণিজ্যের বিরুদ্ধে। পরিস্কার করে দিলেন রাজ্যের নেশা বাণিজ্য সাফাইয়ে সরকারের দৃষ্টিভঙ্গি।

                          ২০১৮ সালে বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপি সরকার গঠন করার পর মূল যে ক'টি এজেন্ডা নিয়ে সরকার মানুষের সামনে এসে দাঁড়িয়েছিল তার মধ্যে নেশা বাণিজ্য প্রতিহত করা অন্যতম। এই লক্ষ্যে পুলিশ কাজ করতে গিয়ে সাফল্য পেয়েছে তাও বাস্তব। কিন্তু যে পরিমাণ সাফল্য পুলিশের হাতে এসেছে এই সাফল্যের সংখ্যা ধরে ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তোলার স্বপ্ন এখনো অধরাই রয়ে গেল। এদিকে মঙ্গলবার প্রজ্ঞা ভবনে আইন-শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা নেশা বানিজ্য রোধের ক্ষেত্রে পুলিশকে কড়া মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দিলেন। এই পরামর্শ নেশা বাণিজ্য রোধে সরকারের চিন্তাভাবনার বহিঃপ্রকাশ।

 কিন্তু বাস্তব অর্থে ত্রিপুরা রাজ্যের নেশা বাণিজ্যের মোটা মাথাগুলো পুলিশের জালে আসছে না। ফলে ছোটখাটো নেশা বাণিজ্য কারবারীদের পাকরাওয়ের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য থেকে নেশার বাণিজ্য কতটা নির্মূল করা সম্ভব হবে তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েই গিয়েছে। এই ক্ষেত্রে নেশা-বাণিজ্যের মোটা মাথাগুলোকে টার্গেট করে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পদের চুলচেড়া বিশ্লেষণ করে একে একে জালে তুলতে হবে। না হলে কোনভাবেই এই রাজ্য থেকে নেশা বাণিজ্য নির্মূল করা সম্ভব হবে না। রাজ্য পুলিশের ১৫০ বছর পূর্তিতে দাঁড়িয়ে এই সংকল্প নিয়ে রাজ্য সরকার এবং পুলিশ যদি কাজ করে সেই ক্ষেত্রেই এই ছোট্ট রাজ্য ত্রিপুরাকে নেশার কবল থেকে বাঁচানো সম্ভব বলে ধারণা করছেন সাধারণ মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow