বিমানবন্দরের প্রাচীরের উপর দিয়ে বয়ে গেল বৃষ্টির জল
বিমানবন্দরের ভেতর জলের চাপ নিয়ন্ত্রণ করতে প্রাচীর ভেঙ্গে জল নিষ্কাশনের ব্যবস্থা করল কর্তৃপক্ষ।
দ্যা ফ্যাক্ট : ব্যাপক বৃষ্টিপাতকে কেন্দ্র করে এমবিবি বিমানবন্দরের প্রাচীরের উপর দিয়ে বয়ে গেল জল। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেসিবি দিয়ে ওয়াল ভেঙ্গে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হলো কর্তৃপক্ষের। সম্ভবত ত্রিপুরার ইতিহাসে এই প্রথম বিমানবন্দরের প্রাচীরের উপর দিয়ে বয়ে গেল বৃষ্টির জল।
গোটা রাজ্যে দিনভর ব্যাপক বৃষ্টিপাতের ফলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মানুষ থেকে শুরু করে গৃহপালিত প্রাণী ব্যাপক সংকটের মুখে। বহু মানুষ গৃহহীন। এদিকে এমবিবি বিমানবন্দরে মুষলধারে বৃষ্টিপাতকে কেন্দ্র করে জল নিষ্কাশনি ব্যবস্থা দিয়ে পর্যাপ্ত জল বের হচ্ছিল না। যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল তার সাথে সাজুজ্য ছিল না জল নিষ্কাশনের ব্যবস্থা। বিমানবন্দরের বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে বয়ে গেছে বৃষ্টির জল। দূর থেকে দেখে কোন ভাবেই বিশ্বাস করার উপায় ছিলনা, যে বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে এইভাবে বৃষ্টির জল বয়ে যেতে পারে। হয়তো অন্যান্য সময় এতটা তীব্র পরিমাণ বৃষ্টিপাত না হওয়ায় এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়নি। এই অবস্থাতে বিমানবন্দরের ভেতর জল জমে ফর স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়।
অবশেষে বিমানবন্দর কর্তৃপক্ষ ডজার ব্যবহার করে প্রাচীর ভাঙতে বাধ্য হয়েছে। সেই ভাঙ্গা প্রাচীরের ভেতর দিয়ে বয়ে গেছে জল। এরপরেই স্বাভাবিক হয়েছে বিমানবন্দরের ভেতর পরিস্থিতি।
What's Your Reaction?