দশমি ঘাটে নবনির্মিত পরিকাঠামুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
দূর্গা পূজার প্রাক মুহূর্তে দশমী ঘাটে নতুন পরিকাঠামো উদ্বোধনকে কেন্দ্র করে উৎফুল্ল জনতা।
দ্য ফ্যাক্ট: দশমী ঘাটে নবনির্মিত পরিকাঠামোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন তিনি। আগামী শারদীয় উৎসবের পর বিসর্জন পর্বকে আরও সুন্দরভাবে সম্পন্ন করতে এই নতুন পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। আগরতলা শহরে বেশিরভাগ প্রতিমা নিরঞ্জন করা হয় দশমী ঘাটে। আগরতলা পুর নিগম উদ্যোগ নিয়েছে এই দশমী ঘাটকে আরও আধুনিক এবং সুন্দরভাবে গড়ে তোলার জন্য। দুর্গাপূজাকে সামনে রেখে সঠিক সময়ের মধ্যে সমাপ্ত করা হয়েছে নির্মাণ কাজ। দুর্গাপূজার প্রাক মুহূর্তেই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ঐতিহ্যবাহী দশমী ঘাট যেভাবে নতুন পরিসরে গড়ে তোলা হয়েছে, তার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে দর্শনীয় ঘাটের সাথে অতীতের দশমী ঘাটের কোনো মিল নেই। এটাই ডাবল ইঞ্জিনের সরকারের কার্যকলাপ। পাশাপাশি, গোটা রাজ্যের সরকার যেভাবে কাজ করছে, তা নিয়ে কেন্দ্র করেও প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। এদিনের এই উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র, পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ যাদবসহ অন্যান্যরা।
What's Your Reaction?