উদ্ধার হওয়া ৩২ টি মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দিলো GRP
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে জিআরপি। দেওয়া হয়েছে প্রকৃত মালিকের হাতে।
দ্যা ফ্যাক্ট :- বিভিন্ন সময় চুরি বা হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন জিআরপির উদ্যোগে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো। এডি নগরে জিআরপির আধিকারিকরা মোবাইলগুলো হস্তান্তর করেন প্রকৃত মালিকদের হাতে।
বেশ কয়েক মাস যাবৎ রেল, রেল স্টেশন এবং রাজ্যের বিভিন্ন স্থান থেকে বহু মোবাইল ফোন হারিয়ে গেছে। আবার কখনো হয়েছে চুরি। সমস্ত বিষয়ে পুলিশের কাছে মিসিং ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে জিআরপি মোট ৩২টি মোবাইল ফোন রাজ্য এবং বহিরাজ্য থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। জিআরপি ডিএসপি সৌমেন সরকার জানান, রাজ্য এবং বহিরাজ্য থেকে এই মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে এই মোবাইল ফোনগুলো। ইতিপূর্বে এই বছর আরও ১৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
তবে এই ঘটনায় কোনো মামলার নথিভুক্ত করেননি মোবাইল মালিকরা। প্রত্যেকেই মিসিং দাবি করেছেন। যদিও কোনো অভিযুক্তকে এই ক্ষেত্রে গ্রেফতার করেনি পুলিশ। তবে আগামী দিনে যদি কেউ এই ধরনের ঘটনার ক্ষেত্রে মামলা রুজু করেন, তাহলে পুলিশ সেই মোতাবেক কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
What's Your Reaction?