হাসপাতাল তৈরিতে জমি অ্যালটমেন্ট দেওয়ার অভিযোগ সুদীপ রায় বর্মনের, খন্ডন করলেন মন্ত্রী
সৃজা হাসপাতাল কর্তৃপক্ষকে আরকে নগরে জমি দেওয়ার অভিযোগ সুদীপ রায় বর্মনের। সরকারি নিয়ম-নীতি মেনেই এই বিষয়ে কাজ করছে সরকার। বললেন মন্ত্রী সুসন্ত চৌধুরী।
দ্য ফ্যাক্ট :- বহিরাজ্যের সৃজা হাসপাতালকে ত্রিপুরায় হাসপাতাল তৈরি করতে প্রায় ৭০ কানি জমি বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর জন্য কেবিনেটে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি—এমনটাই অভিযোগ তুলেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলনে। অন্যদিকে, মন্ত্রী সুশান্ত চৌধুরী সুদীপ রায় বর্মনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন এবং জানান, এ বিষয়ে পূর্বেই কেবিনেটে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
কয়েক মাস আগে ত্রিপুরায় প্রথম কিডনি প্রতিস্থাপন হয়, যেখানে মনিপুরের সৃজা হাসপাতাল সহযোগিতা করেছিল। রবিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন অভিযোগ করেন যে রাজ্য সরকার সৃজা হাসপাতালকে আর কে নগরে প্রায় ৭০ কানি জমি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে। এই জমিটি প্রাণিসম্পদ বিকাশ দফতরের অধীনে রয়েছে, এবং কেবিনেটে কোনো সিদ্ধান্ত না নিয়েই জমি প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
অন্যদিকে, মন্ত্রী সুশান্ত চৌধুরী পাল্টা সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মনের অভিযোগের জবাব দেন। তিনি বলেন, বহিরাজ্যের কোনো প্রতিষ্ঠান যদি ত্রিপুরায় শিক্ষা, কৃষি, এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে চায়, তাহলে রাজ্য সরকার তাদের জমি প্রদান করবে। এ বিষয়ে কেবিনেটে পূর্বেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে জানান, সৃজা হাসপাতাল কর্তৃপক্ষ ত্রিপুরা সরকারের কাছে জমি বরাদ্দ চাননি, বরং তারা লিজে জমি চেয়েছেন। মন্ত্রী এবং সচিবের বক্তব্যে স্পষ্ট হয় যে, সুদীপ রায় বর্মনের অভিযোগের পূর্ণ তথ্য তার হাতে ছিল না। মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও অভিযোগ করেন যে, কংগ্রেস বিধায়ক মিথ্যা বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবার নতুন উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে অপকৌশল অবলম্বন করছেন।
What's Your Reaction?