মোহনপুরে গ্রামীণ ব্যাংকের ইলাবির আনুষ্ঠানিক সূচনা করলেন মন্ত্রী রতন লাল নাথ
মোহনপুরের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ইলিবি পরিষেবার সূচনা হয় বৃহস্পতিবার। ফিতা কেঁটে তার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতল লাল নাথ।
দ্যা ফ্যাক্ট :- মোহনপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ইলাবির। ফিতা কেটে ইলাবির সূচনা করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
মোহনপুর এলাকাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক দীর্ঘদিন যাবত পরিষেবা দিয়ে আসছে। এবার তার পরিষেবার সাথে যুক্ত হলো ইলাবি। যার মাধ্যমে আগামী দিনে গ্রাহকদের আরো ভালো পরিষেবা প্রদান করা সম্ভব হবে বলে দাবি করলেন গ্রামীণ ব্যাংকের আধিকারিকরা।
এদিন মন্ত্রী রতন লাল নাথ বলেন এই পরিষেবা শুরু হওয়ার পর এলাকার মানুষ ২৪ ঘন্টা এ টি এম পরিষেবার মাধ্যমে টাকা তুলতে পারবেন। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের গ্রাহকরা জমা করতে পারবেন টাকা। এই পরিষেবা শুরু হওয়াতে এলাকার গ্রাহকদের দারুন সুবিধা হবে বলে আশা ব্যক্ত করলেন মন্ত্রী। পাশাপাশি এলাকার সাধারণ মানুষকে ব্যাংকে অর্থ রাখার পরামর্শ দিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।
What's Your Reaction?