ডিজিটাল মাধ্যমে অর্থ নিতে অস্বীকার BOC-র, বিধায়কের প্রতিবাদে BOC সিল কল IOC
মোহনপুরের মুস্কান পেট্রোলিয়ামের BOC-র তালা খুলানোর আশ্বা দিলেন রজ্ঞিত
দ্যা ফ্যাক্ট :-ডিজিটাল মাধ্যমে পেমেন্ট নিতে অসম্মতি প্রকাশ বিওসি কর্তৃপক্ষের। প্রতিবাদে বিধায়ক রঞ্জিত দেববর্মার অভিযোগ মূলে মোহনপুরে মুসকান পেট্রোলিয়াম বিওসি সিল করে দিল আইওসি। রবিবার রাতে এই বিওসি সিল করে দেওয়ার পাশাপাশি নগদ তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে কর্তৃপক্ষকে। যদিও অবস্থা বেগতিক দেখে বিধায়কের নিকট অন্যায় স্বীকার করেছে কর্তৃপক্ষ। ফলে অভিযোগ প্রত্যাহারের আশ্বাস দিলেন রঞ্জিত দেববর্মা
মোহনপুরের মনিপুরী চৌমুনীতে মুস্কান পেট্রোলিয়াম দীর্ঘদিন যাবত ব্যবসা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি রামচন্দ্র ঘাট কেন্দ্রের বিধায়ক তথা তিপ্রামোথা দলের নেতা রঞ্জিত দেববর্মা এই বিওসিতে গাড়িতে পেট্রোল ঢুকাতে যান। পেট্রোল ঢুকানোর পর ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করতে চান রঞ্জিত দেববর্মা। কিন্তু কর্মীরা ডিজিটাল মাধ্যমে পেমেন্ট নিতে অস্বীকার করে। এমনকি সেই সময় বিওসির কর্মীরা অভব্য আচরণ করেছে বলে অভিযোগ শোনা গেছে। এই বিষয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মাকে প্রশ্ন করা হলে তিনি জানান বিওসি কর্তৃপক্ষ ডিজিটাল মাধ্যমে পেমেন্ট না নেওয়ার বিষয়ে মোহনপুর মহকুমা শাসক এবং দিল্লিতে আইওসির চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ করেন। তবে সরাসরি উনার সাথে অশালীন আচরণ করার অভিযোগ অস্বীকার করেছেন রঞ্জিত। সেই অভিযোগ মূলেই রবিবার রাতে মুসকান পেট্রোলিয়াম সিল করে দেয় আইওসি কর্তৃপক্ষ। যদিও ইতিমধ্যেই মুস্কান পেট্রোলিয়াম বিওসির কর্তৃপক্ষ বিধায়ক রঞ্জিত দেববর্মার কাছে গোটা বিষয়ে ভুল স্বীকার করার পাশাপাশি ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন রঞ্জিত। যার ফলে তিনি পুনরায় মহকুমা শাসক এবং আইওসির চেয়ারম্যানকে চিঠি দিয়ে উনার অভিযোগ প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন রঞ্জিত দেববর্মা।
What's Your Reaction?