পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে BJP প্রার্থীরা ভোটে এগিয়ে
ত্রিপুরার দুটি লোকসভা আসন সকাল ১০ টা পর্যন্ত বিজেপি প্রার্থীরা এগিয়ে

দ্যা ফ্যাক্ট :- পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের ১৪ টি বিধানসভার ভোট গণনা শুরু হয়েছে উমাকান্ত স্কুলে। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। সকাল ১০ টা পর্যন্ত ভোট গণনার ফলাফলের নিরিখে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জুটপ্রার্থী আশীষ কুমার সাহা থেকে ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন। রিটার্নিং অফিসারের দেওয়া তথ্য অনুযায়ী বিপ্লব কুমার দেব ভোট পেয়েছেন ৩৪৩৭৪১ ভোট। অন্যদিকে ইন্ডিয়া জুট প্রার্থী আশীষ কুমার সাহা পেয়েছেন ১৩৮৭৩ ভোট।
ভোট গণনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। অন্যদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী ক্রিতি দেবি সিং দেববর্মা তাঁরা নিকটতম সিপিআই(এম) প্রতিদ্বন্দ্বী রাজেন্দ্র রিয়াং থেকে এগিয়ে রয়েছেন।
What's Your Reaction?






