পকোড়া হাতে চায়ের আড্ডায় মুখ্য মন্ত্রী, বাজির সলতেতে আগুন দিলেন রতন
৩ রাজ্যের ভোট ফলাফলে রিলাক্স মুডে রাজ্য বিজেপি নেতৃত্ব
দ্যা ফ্যাক্ট:-লোকসভা নির্বাচনের পূর্বে ভোটের সেমিফাইনালে দুর্দান্ত পারফরমেন্স বিজেপির কনফিডেন্স লেভেল চমৎকার অবস্থানে পৌঁছে গেছে। এই আনন্দে আগরতলাতে বিজয় মিছিল শেষে ফুরফুরে মেজাজে সিটি সেন্টারের সামনে চা-পকোড়া আর আড্ডায় বিনোদন করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। অনেকটাই চাপমুক্ত এবং সতেজ ভঙ্গিতে আড্ডা সময় কাটালেন মুখ্যমন্ত্রী।
গোটা দেশে লোকসভা নির্বাচনের পূর্বে চার রাজ্যের ফলাফল বিজেপিকে ভোটের বাজারে অনেকটাই কদর বাড়িয়েছে। এই অবস্থায় শাসক দল বিজেপি বিরোধীদের পেছনে ফেলে আত্মবিশ্বাসের জায়গাটা অনেকটাই পাকাপোক্ত করে নিয়েছে। যার লক্ষণ দেখা গেল মুখ্যমন্ত্রীর ব্যবহারে। রবিবার বিকেলে গোটা আগরতলা শহরে বিজয় মিছিল শেষে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চায়ের আড্ডায় মুখ্যমন্ত্রী। গরম তেলে ভাজা পকোড়া এবং সুস্বাদু চায়ের কাপে চুমুক দিয়ে নির্বাচনী ফলাফলের সংখ্যা নিয়ে সতীর্থদের সাথে আলোচনায় মাতলেন রাজ্যের প্রশাসনিক মুখিয়া। বেশ অনেকটাই সময় মন্ত্রিসভার অন্যতম সদস্য সুশান্ত চৌধুরী, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুরনো গ্রামের মেয়র দীপক মজুমদার সমেত দলের শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে চায়ের আসর।
অন্যদিকে ৭৫ বছর বয়সী আইন ও কৃষি দপ্তরের মন্ত্রী লাইটার টিপে বাজির সলতেতে দিলেন আগুন। আনন্দ উচ্ছ্বাস এবং আত্মবিশ্বাস চূড়ান্ত পর্যায়ে গেলেই এই ধরনের প্রতিফলন সচরাচর নজরে আসে। বয়স ১৮দের সাথে তালে তাল মিলিয়ে তিন রাজ্যে জয়ের ফলাফলকে কেন্দ্র করে মাঠ গরম করলেন রতন লাল নাথ। এই ফলাফল আগামী নির্বাচনে এই রাজ্যেও বিরোধীদের ব্যাক ফুটে ঠেলতে গেরুয়া শিবিরকে আরো এনার্জি দেবে তা নেতাদের উল্লাসের ধরন দেখেই স্পষ্ট হয়ে গেছে।
What's Your Reaction?