ড্রাগন ফলের বাগান কেটে ফেলার দায়ে অভিযুক্তরা ২৪ ঘন্টা পরও আজাদ ঘুরছে
রাজনৈতিক প্রতিহিংসার বলি ড্রাগন ফলের বাগান!
দ্যা ফ্যাক্ট ব্যুরো:-হাড়ভাঙ্গা পরিশ্রমে তৈয়ার করার ড্রাগন ফলের বাগান রাজনৈতিক প্রতিহিংসায় কেটে ধ্বংস করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত কৃষক মনোরঞ্জন দেববর্মার পাশাপাশি স্থানীয়দের প্রশ্ন পুলিশ কি কারনে ছাড় দিয়ে রেখেছে দুষ্কৃতিদের?
মোহনপুর বিধানসভার দেবাপুর গ্রামের নিবাসী মনোরঞ্জন দেববর্মা। স্থানীয় অনেকেই গাঁজা চাষে পয়সা কামানোর পথ বেছে নিয়েছে। কিন্তু মনোরঞ্জন ড্রাগন চাষ, ফুল চাষের মধ্য দিয়ে নিজের রোজগার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারি সহযোগিতায় গড়ে তুলেছেন ড্রাগন ফলের বাগান। মনোরঞ্জন দেববর্মা বলেন তিনি বিজেপি দলের একনিষ্ঠ কর্মী। এই কারণেই প্রতিবেশী তিপ্রা মাথা দলের সমর্থিত দুষ্কৃতীরা উনার বাগান কেঁটে ধ্বংস করে দিয়েছে। ইতিমধ্যেই অমিত দেববর্মা, রোহন দেববর্মা, সুনীল দেববর্মা, অভিজিত দেববর্মা, সাহিল দেববর্মা দের বিরুদ্ধে সিধাই থানায় অভিযোগ দায়ের করেছেন মনোরঞ্জন। কিন্তু অভিযোগ করার পর ২৪ ঘন্টা অতিবাহিত হলেও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন মনোরঞ্জন। তিনি বলেন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার কারণে বর্তমানে মনোরঞ্জনকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে অভিযুক্তরা। স্থানীয় জনতাদের পাশাপাশি মনোরঞ্জন দেববর্মা দাবী করেন এই জঘন্য ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ
What's Your Reaction?