কৃষি কলেজে মৌমাছি পালনে প্রশিক্ষণ, সম্ভাবনার পথ দেখছে কৃষকরা

মৌমাছি পালনে বদলে যেতে পারে কৃষকের অর্থনৈতিক অবস্থা, দাবি প্রশিক্ষকদের

Sep 27, 2023 - 04:15
 0  36
কৃষি কলেজে মৌমাছি পালনে প্রশিক্ষণ, সম্ভাবনার পথ দেখছে কৃষকরা
কৃষি কলেজে মৌমাছি পালনের উপর সংক্ষিপ্ত পুস্তিকার আবরণ উন্মোচন

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-কৃষি কলেজের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকদের দুদিন ব্যাপী মৌমাছি পালনের ওপর প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে মঙ্গলবার। এই দিন আনুষ্ঠানিকভাবে তার সূচনা করলেন নাবার্ডের জেনারেল ম্যানেজার লোকেন দাস।

                  বিগত বেশ কয়েক বছর যাবত রাজ্যে মৌমাছি পালনের উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। লেম্বু ছড়া স্হিত কৃষি কলেজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকদের এনে দুদিনের একটি প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেছে। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে মৌমাছি পালনকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে একটি সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা শুরু হয়েছে প্রথম দিন থেকেই। রাজ্য তথা বহিঃরাজের এক্সপার্টরা মৌমাছি পালনের উপর প্রশিক্ষণ দিতে শুরু করেছেন। এদিনের উদ্বোধনী পড়বে মৌমাছি পালন প্রসঙ্গে বলতে গিয়ে নাবার্ডের জেনারেল ম্যানেজার লোকেন দাস বলেন মৌমাছি একটি সুশৃংখল পতঙ্গ। যা থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। যেইভাবে তারা শৃঙ্খলা বদ্ধ ভাবে কাজ করে তা সত্যিই বিস্ময়কর। একজন বিজ্ঞানীর উক্তি টেনে তিনি বলেন যদি তিন থেকে চার বছর এই পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কারণ কোন ফুলে পরাগায়ন না হলে তা ফল এবং ফসলে পরিণত হবে না। যার ফলে ছোট্ট এই মৌমাছিকে গুরুত্বসহকারে পালন করার উপর গুরুত্ব দিতে আহ্বান করলেন লোকেন দাস।

                   অন্যদিকে হর্টিকালচার দপ্তরের অধিকর্তা বলেন ফুল চাষের সাথে মৌমাছি পালনের একটা সম্পর্ক রয়েছে। যার কারণে হর্টিকালচার দপ্তর মৌমাছি পালনের উপর প্রশিক্ষণ প্রদানের জন্য কৃষি কলেজকে অর্থ বরাদ্দ করেছে। কলেজ যে যত্ন সহকারে রাজ্য কৃষকদের প্রশিক্ষণ প্রদান করছে তাকে কেন্দ্র করে কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। এই কর্মশালা থেকে কৃষকরা আগামী দিনে মৌমাছি পালানোর জন্য একটি নতুন পথ খুঁজে পাবে বলে আশা করছেন প্রশিক্ষণরত কৃষকরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow