নাগিছড়ায় আধুনিক আলু বীজ উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করলেন কৃষিমন্ত্রী
আগামী ৫ বছরে আলুর বীজ উৎপাদনে সয়ম্ভর হবে রাজ্য, বললেন কৃষিমন্ত্রী
দ্যা ফ্যাক্ট:-নাগিছড়ায় উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে টিপিএস পদ্ধতিতে আলুর বীজ উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। গোটা পৃথিবীতে এই টিপিএস পদ্ধতিতে একমাত্র ত্রিপুরাতেই আলুর বীজ উৎপাদন হচ্ছে। এদিন গোটা প্রক্রিয়া ঘুরে দেখলেন মন্ত্রী।
কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের দায়িত্বভার গ্রহণ করার পর দপ্তরের বিভিন্ন অর্চার্ড, রিসার্চ সেন্টার ও প্রকল্প গুলো পরিদর্শন করছেন মন্ত্রী রতন লাল নাথ। শুক্রবার নাগিছড়াতে টিপিএস পদ্ধতিতে যেভাবে দীর্ঘদিন যাবত আলোর বীজ তৈরি হচ্ছে তা সরজমিনে ঘুরে দেখলেন মন্ত্রী। কিভাবে পরাগায়ন করা হয়, শ্রমিকরা কিভাবে কাজ করে, এই প্রক্রিয়ার জন্য কি ধরনের বিজ্ঞানসম্মত পরিবেশ দরকার সমস্ত বিষয়ে অবগত হয়েছেন মন্ত্রী। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন এই টিপিএস প্রক্রিয়াতে আলোর বীজ তৈরি করার পর সেই বীজ আসাম, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্য সমেত বিদেশে বিক্রি করা হচ্ছে। যা রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বলে দাবি করলেন মন্ত্রী।
তিনি আরো বলেন টিপিএস পদ্ধতি পরিবর্তে এআরসি পদ্ধতিতে দ্বিগুণ আলোর বীজ তৈরি হবে রাজ্যে। যেভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করে আলুর বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে তাতে করে আগামী পাঁচ বছরের মধ্যে আলোর বীজ উৎপাদনে রাজ্য সয়ম্ভর হবে বলেও আশা ব্যক্ত করলেন মন্ত্রী রতন লাল নাথ।
What's Your Reaction?