মোহনপুরে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো মহকুমা আদালতের

মোহনপুর মহকুমা আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শনিবার। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর বর্তমানে সাহা, ত্রিপুরা উচ্চ আদালতের মুখ্য বিচারপতি, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।

Aug 24, 2025 - 00:13
 0  6
মোহনপুরে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো মহকুমা আদালতের
ফলক উন্মোচন করে মোহনপুর মহকুমা আদালতের সূচনা করলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- গোটা ভারতবর্ষের মধ্যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে শাস্তির হার ত্রিপুরাতে সবচেয়ে বেশি। এটা ত্রিপুরার বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত গৌরবের। শনিবার মোহনপুর মহকুমা আদালতের উদ্বোধন করে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। 

মোহনপুর মহকুমা গঠিত হবার পর থেকেই দাবি উঠেছিল মহকুমাতে আদালত স্থাপন করার জন্য। তৎকালীন মোহনপুরের বিধায়ক রতনলাল নাথ মহকুমা কার্যালয়ের উদ্বোধনী মঞ্চ থেকে প্রথম এই দাবি উত্থাপন করেছিলেন। দীর্ঘদিন পর সেই দাবির বাস্তবায়ন হলো। শনিবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মোহনপুর মহকুমা আদালতের উদ্বোধনী পর্বের সূচনা হয়। উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি এম এস রামচন্দ্র রাও, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।

            এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন মোহনপুর মহকুমাতে যে আদালত স্থাপন করা হয়েছে আগামী দিনে তার আদলে রাজ্যের অন্যান্য মহকুমাতেও আদালত স্থাপন করার দাবি উত্থাপন করেছেন। অন্যদিকে এই আদালত স্থাপন হওয়ায় মোহনপুর মহকুমা এলাকার মানুষের আইনের পরিষেবা গ্রহণ অনেকটাই সহজ হবে বলে দাবি করেছেন মন্ত্রী। সাধারণ মানুষ এই আদালতে আগামী দিনে ন্যায় বিচার গ্রহণের মাধ্যমে নিজেদের অধিকার রক্ষা করতে পারবে। 

          অন্যদিকে উচ্চ আদালতের মুখ্য বিচারপতি এম এস রামচন্দ্র রাও বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক একটি আদালতের বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে ধরনের পরিকাঠামো হওয়া দরকার এই আদালতে সমস্ত কিছু রয়েছে। 

           এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন এক সময় মোহনপুরে উন্নয়নের চিন্তা ভাবনায় ছিল না। বিগত ছয় সাত বছরে মোহনপুর উন্নয়নের নিরিখে এক বিশেষ স্থান দখল করেছে। এই উন্নয়নের জন্য এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন আদালত মানুষের ভরসার স্থান। সঠিক সময়ে মানুষকে ন্যায়বিচার প্রদান করার জন্য গোটা বিচার ব্যবস্থা নিকট আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অযথা সময় নষ্ট না করে মানুষকে সময় মত ন্যায়বিচার প্রধানের মাধ্যমে অধিকার প্রতিস্থাপনের ক্ষেত্রে বিচার ব্যবস্থার সাথে জড়িত প্রত্যেককে দায়িত্ব অনুযায়ী কাজ করার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে আইনের গেরাকলে যাতে কাজগুলো পিছিয়ে না যায় সেই বিষয়টিকেউ এদিন উত্থাপন করেছেন তিনি। রাজ্যে সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। রয়েছে আর্থিক প্রতিবন্ধকতা। তারমধ্যে বিচার বিভাগ, স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর সহ সবকটি দপ্তরে সরকার নিয়মিত উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী।

        এদিন ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত মোহনপুর মহকুমা আদালতের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow