বামুটিয়ার কালীচরণ টিলায় ঘরে চুরের হানা, স্থানীয়দের হাতে আটক ২ চোর
কালীবাজার সংলগ্ন কালীচরণটিলা এলাকায় এক বাড়িতে হানা দিল চোরের দল। মূল্যবান অলংকার সহ নগদ অর্থ নিয়ে যায় চুরেরা। দুই অভিযুক্ত আটক করল স্থানীয় গ্রামবাসী।

দ্যা ফ্যাক্ট :- বাড়ির লোকেদের অনুপস্থিতিতে ঘর থেকে স্বর্ণালংকার এবং নগদ অর্থ চুরি করল চোরের দল। গ্রামবাসী সন্দেহভাজন দুজনকে আটক করে উত্তম মধ্যম দিলে চুরির ঘটনার স্বীকার করে অভিযুক্তরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু চুরির সামগ্রী। পরে অভিযুক্তদের তুলে দেওয়া হয় বামুটিয়া ফাড়ির পুলিশের হাতে। অভিযোগ করা হয় পুলিশে। ঘটনা বামুটিয়ার কালীবাজার সংলগ্ন কালীচরণ টিলা এলাকায়।
বৃহস্পতিবার রাতে কালীচরণটিলা গ্রামের প্রদীপ খয়রি এবং উনার স্ত্রী বুলটি মুন্ডা খয়েরী বাবার বাড়িতে গিয়েছিলেন। সেই সময় ঘরেছিল তালা। এই সুযোগে গভীর রাতে জালনা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চুর। ঘর থেকে স্বর্ণ এবং রুপার অলংকার সহ নগদ অর্থ নিয়ে যায় চুরেরা। গৃহবধূ বুলটি মুন্ডা খয়েরী জান স্বর্ণের অলংকার দুই ভরি, রুপার অলংকার পাঁচ ভরি এবং নগদ অর্থ প্রায় ২০০০ টাকা নিয়ে গেছে চুরেরা। এই বিষয়ে সকালেই বামুটিয়া ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে।
এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী প্রতিবেশী এক যুবককে সন্দেহ করে। স্থানীয়রা সঙ্গবদ্ধভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে সে চুরি ঘটনা স্বীকার করেনি। উত্তম মধ্যম দেওয়ার পর চুরির ঘটনা স্বীকার করার পাশাপাশি আরো এক অভিযুক্তের নাম প্রকাশ্যে আনে সে। অভিযুক্তরা হল দূর্জয় সরকার এবং জয় সরকার। অভিযুক্তদের দেওয়া তথ্য অনুযায়ী জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সামগ্রী গুলো। পরে অভিযুক্তদের তুলে দেওয়া হয় বামুটিয়া ফাঁড়ির পুলিশের হাতে। স্থানীয়দের দাবি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।
What's Your Reaction?






