আগরতলায় মাল্টিপ্লেক্সে "সবরমতি রিপোর্ট" দেখলেন মুখ্যমন্ত্রী
স্ত্রী এবং মন্ত্রীকে সাথে নিয়ে রূপসী সিনেমা হলে সবরমতী রিপোর্ট দেখলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।

দ্যা ফ্যাক্ট : সস্ত্রীক রূপসীর সিনেমা হলে সিনেমা দেখলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আরও এক মন্ত্রী টিংকু রায়। সোমবার সন্ধ্যায় "সবরমতী রিপোর্ট" সিনেমা দেখে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।
আধোওগরতলার রূপসী মাল্টিপ্লেক্সে "সবরমতী রিপোর্ট" সিনেমা ইতিমধ্যেই প্রদর্শিত হতে শুরু করেছে। সোমবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই সিনেমাটি দেখেন। রূপসী মাল্টিপ্লেক্সে মন্ত্রী টিংকু রায়কে সঙ্গে নিয়ে এই সিনেমাটি উপভোগ করেন তিনি। এদিন মন্ত্রীদের পাশাপাশি দলের অন্যান্য নেতৃত্ব এবং সাধারণ সমর্থকরাও এই সিনেমাটি উপভোগ করেন। সম্পূর্ণ সিনেমাটি দেখার পর গোটা সিনেমা নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রশংসা করেন। পাশাপাশি তিনি মন্তব্য করেন, সত্য সবসময় সত্যই থাকে। দীর্ঘদিন এটিকে চাপা দিয়ে রাখা যায় না। এই সিনেমাটি অত্যন্ত ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
What's Your Reaction?






