সিয়াচেনে শহীদ শুভঙ্কর ভৌমিককে বিমানবন্দরে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল
সেনাবাহিনীতে কর্মরত ত্রিপুরার ছেলে শুভঙ্কর ভৌমিক সিয়াচেনে কর্তব্য পালন করতে গিয়ে শহীদ হন। তাঁকে রাজ্যের পক্ষ থেকে অন্তিম শ্রদ্ধা জানানো হয়।
দ্যা ফ্যাক্ট :- সিয়াচেনে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া শুভঙ্কর ভৌমিকের দেহ আনা হলো ত্রিপুরায়। বুধবার সন্ধ্যায় এমবিবি বিমানবন্দরে তাঁকে শ্রদ্ধা জানালেন ত্রিপুরার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী।
ত্রিপুরার অমরপুরের ছেলে শুভঙ্কর ভৌমিক ভারতীয় সেনাবাহিনীতে কর্তব্যরত ছিলেন। প্রায় এক মাস পূর্বে বাড়ি থেকে ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন। ১০ দিনের ছুটি কাটিয়ে সিয়াচেনে কাজে যোগ দিয়েছিলেন তিনি। সীমান্তে কর্তব্য পালন করতে গিয়ে বরফের নিচে চাপা পড়ে শহীদ হন তিনি। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে। কিন্তু রাত গভীর হওয়ায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি।
আজ সন্ধ্যায় বায়ু সেনার বিমানে আগরতলায় আনা হয়েছে জোয়ানের নিথর দেহ। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা এবং রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ শুভঙ্কর ভৌমিককে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, তাঁর এই বলিদান কোনোভাবেই ভোলার নয়। সরকারের তরফে যেটুকু করা প্রয়োজন, তা করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজ্যপাল বলেন, ত্রিপুরার বীর সন্তান দেশের স্বার্থে আত্মবলিদান দিয়েছেন। এটি অত্যন্ত গর্বের বিষয়। পাশাপাশি শহীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যপাল। এদিন সেনাবাহিনীর পদস্থ আধিকারিকদের পাশাপাশি অন্যান্য আধিকারিকরাও শহীদ শুভঙ্কর ভৌমিককে শ্রদ্ধা জানিয়েছেন।
What's Your Reaction?