FCI গোডাউনের চালের পোকার প্রভাবে নাজেহাল জনজীবন
নন্দনগরে এফসিআই গোডাউনের চালের পোকায় সমস্যাগগ্রস্ত এলাকাবাসী প্রতিবাদে শামিল।
দ্যা ফ্যাক্ট: নন্দনগর দেবনাথ পাড়ায় এফসিআই গোডাউনের পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী জনগণ পোকার উপদ্রবে নাজেহাল। অভিযোগ, গোডাউনের চালের পোকা মানুষের বাড়ি ঘরে দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করছে। বিছানা, কাপড়, খাবারে জমাট বেঁধে থাকে চালের পোকা। অবশেষে বাধ্য হয়ে এফসিআই গোডাউনে জড়ো হয়ে প্রতিবাদ জানায় এলাকাবাসী। সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে গোডাউনের আধিকারিক।
নন্দনগর দেবনাথ পাড়ায় বেশ কয়েক বছর আগে গড়ে তোলা হয়েছে এফসিআই গোডাউন। এখানে মজুদ রাখা হয় চাল। মানুষের খাদ্য সামগ্রী মজুদ রাখাকে কেন্দ্র করে চরম সমস্যার সম্মুখীন পার্শ্ববর্তী এলাকার মানুষ। যে পোকা চালে বাসা বাঁধে সেই পোকা এখন মানুষের ঘরে গিয়ে ভিড় জমাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ বছর যাবত এফসিআই গোডাউনের চালের পোকা পার্শ্ববর্তী এলাকার মানুষের ঘরের বিছানা থেকে শুরু করে সর্বত্র ছড়িয়ে পড়ছে। প্রতিদিন এই সমস্যার মুখোমুখি হচ্ছেন স্থানীয়রা। পাশাপাশি ঘুমিয়ে থাকা অবস্থায় শিশু থেকে শুরু করে বৃদ্ধদের কান, নাক দিয়ে এই পোকা দেহে প্রবেশ করে বলে অভিযোগ। ইতিমধ্যেই অনেককেই এই সমস্যার কারণে চিকিৎসকের কাছে ছুটতে হয়েছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, এই বিষয়ে বহুবার গোডাউন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
অন্যদিকে, এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে এফসিআই গোডাউনের আধিকারিকরা সাংবাদিকদের কাছ থেকে বলপূর্বক ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এমনকি সাংবাদিকদের শারীরিক নিগ্রহ করারও চেষ্টা করা হয়।
স্থানীয়রা দাবি করেন, এই সমস্যা নিরসনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না হলে পথ অবরোধ করা হবে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন সমস্যাগ্রস্ত মানুষ।
What's Your Reaction?