আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে JIS গ্রুপের এডুকেশন এনক্লেভ

জিআইএস গ্রুপ গোটা ভারতবর্ষে উচ্চ শিক্ষা বিস্তারে প্রতিনিয়ত কাজ করছে। এই প্রতিষ্ঠানের উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এডুকেশন এনক্লেভ। আগরতলা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সংস্থার ডেপুটি ডাইরেক্টর বিদ্যুৎ মজুমদার।

Apr 5, 2025 - 08:44
 0  8
আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে JIS গ্রুপের এডুকেশন এনক্লেভ
আগরতলায় এডুকেশন এনক্লেভ করার আহ্বান নিয়ে সাংবাদিক সম্মেলন জিআইএস গ্রুপের।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- জেআইএস(JIS) গ্রুপের উদ্যোগে আগরতলায় হতে যাচ্ছে এডুকেশন এনক্লেভ(Education Enclave)। দীর্ঘ বছর যাবত দেশের বিভিন্ন রাজ্যে জিআইএস গ্রুপ শিক্ষা বিস্তারে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চলের(North East) বিভিন্ন রাজ্য থেকে ভালো সংখ্যক শিক্ষার্থী প্রতিবছর এই গ্রুপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন। সেই সংখ্যাটা আরো বৃদ্ধি করার লক্ষ্যে আগরতলায় এডুকেশন এনক্লেভ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে। আগরতলায় এই তথ্য জানিয়েছেন জিআইএস গ্রুপের ডেপুটি ডাইরেক্টর(Deputy Director) বিদ্যুৎ মজুমদার। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন জিআইএস গ্রুপ শুধুমাত্র শিক্ষাদানের ক্ষেত্রে কাজ করছে না। শিক্ষার্থীদের কর্মসংস্থানের ক্ষেত্রেও যথেষ্ট দায়িত্ব পালন করছে এই প্রতিষ্ঠান। আগামী দিনে এই রাজ্য থেকেও শিক্ষার্থীরা যাতে জিআইএস গ্রুপের সাথে যুক্ত হয় তার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow