জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকা প্রকাশ্য সমাবেশ হবে ২৬ শে ডিসেম্বর

মুখ্যমন্ত্রী অনুরোধে দিনক্ষণ পরিবর্তন, প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে ঘোষণা কর্মকর্তাদের

Dec 22, 2023 - 03:49
Dec 22, 2023 - 03:50
 0  22
জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকা প্রকাশ্য সমাবেশ হবে ২৬ শে ডিসেম্বর
জনজাতির সুরক্ষা মঞ্চের ডাকা প্রকাশ্য সমাবেশের দিনক্ষণ পরিবর্তন নিয়ে সাংবাদিক সম্মেলন। ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট:-জনজাতির সুরক্ষা মঞ্চের ডাকা ২৫ শে ডিসেম্বরের প্রকাশ্য সমাবেশ এবং রেলি বাতিল করা হলো। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা জানান মুখ্যমন্ত্রীর অনুরোধে এই কর্মসূচি ২৫ শে ডিসেম্বরের পরিবর্তে ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

              জনজাতি অংশের যে সমস্ত মানুষ হিন্দু ধর্ম পরিবর্তন করে অন্য ধর্ম গ্রহণ করেছে ওনাদের এস টি সার্টিফিকেট বাতিল করার দাবিতে আগামী ২৫শে ডিসেম্বর জনজাতি সুরক্ষা মঞ্চের উদ্যোগে এক প্রকাশ্য সমাবেশের আহ্বান করা হয়েছিল। যে সমাবেশের মধ্য দিয়ে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এই নিয়ম চালু করার আহ্বান করা হয়। জনজাতির সুরক্ষা মঞ্চের তরফে এই কর্মসূচির দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো তার বিরোধিতায় সরব হয়। রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা মুখ্যমন্ত্রী কে চিঠি লিখে এই কর্মসূচির অনুমতি না দেওয়ার অনুরোধ জানান। অবশেষে মুখ্যমন্ত্রীর অনুরোধে জনজাতির সুরক্ষা মঞ্চ তাঁদের ২৫ ডিসেম্বরের কর্মসূচি পরিবর্তন করে একদিন পর অর্থাৎ ২৬ শে ডিসেম্বর করবেন বলে জানিয়েছেন। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে কর্মকর্তাদের তরফে দাবি করা হয় ভারতবর্ষের সংবিধানের ৩৪১ ধারা মোতাবেক এস সি সম্প্রদায়ের কোন মানুষ ধর্ম পরিবর্তন করলে তার এসসি সার্টিফিকেট বাতিলের পাশাপাশি সমস্ত সুযোগ-সুবিধা বাতিল করা হবে। একইভাবে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জনজাতি অংশের যে সমস্ত মানুষ হিন্দু ধর্ম পরিবর্তন করে অন্য ধর্ম গ্রহণ করেছে তাদের এস টি সার্টিফিকেট বাতিলের দাবি করা হয় এই সাংবাদিক সম্মেলন থেকে। কারণ একই মানুষ এসটি হিসেবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসেবে দুই ধরনের সুযোগ-সুবিধা ভোগ করা উচিত নয় বলে দাবি করা হয় সংগঠনের তরফে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow