IGM-হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী

শনিবার দুপুরে আইজিএম হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। ঘুরে দেখেছেন গোটা বিভাগ। পাশাপাশি ডেন্টাল কলেজ পরিদর্শন করলেন তিনি। যে সমস্ত ত্রুটি নজরে এসেছে সেগুলো শুধরানোর আশ্বাস দিয়েছেন তিনি।

Apr 5, 2025 - 21:49
Apr 5, 2025 - 23:48
 0  13
IGM-হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী
আজিএম হাসপাতাল ও ডেন্টাল কলেজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- আইজিএম(IGM) হাসপাতাল এবং ডেন্টাল কলেজে সারপ্রাইজ ভিজিট(Surprise Visit) করেছেন মুখ্যমন্ত্রী(CM) প্রফেসর ডঃ মানিক সাহা। কথা বলেছেন কর্তব্যরত চিকিৎসক এবং আধিকারিকদের সাথে। যে সমস্যাগুলোর নজরে এসেছে সেগুলো আগামী দিনের সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

                         রাজ্যের একটি অন্যতম চিকিৎসা কেন্দ্র আইজিএম হাসপাতাল। জিবিপির পরে সরকারি দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল এটি। প্রতিদিন শত শত রোগীদের ভিড় হচ্ছে বহির্বিভাগে। অত্যন্ত প্রাচীন এই হাসপাতালটি এখনো জটিল রোগ এবং বড় সার্জারির জন্য প্রস্তুত হয়নি। 

যদিও মুখ্যমন্ত্রী শনিবার সাধারণ পরিষেবা গুলো পরিদর্শন করতেই এসেছিলেন। বিশেষ করে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে আরও যত্নশীল হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসা পরিষেবা এবং প্রশাসনিক বিষয়গুলো নজর দেওয়ার চেষ্টা করেছেন তিনি। 

ঘুরে দেখেছেন ডেন্টাল কলেজ। কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের সাথে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।

 আশ্বাস দিয়েছেন আইজিএম হাসপাতালের সার্বিক পরিষেবা যে জায়গায় আছে তার থেকে আরো ভালো করার। মুখ্যমন্ত্রীর এই ধরনের সারপ্রাইজ ভিজিট গ্রামীন এলাকার স্বাস্থ্য কেন্দ্র গুলিতেও প্রয়োজন রয়েছে বলে ধারণা করছেন গ্রামীণ এলাকার জনগণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow