অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীদের বাংলাদেশ প্রিতিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

ত্রিপুরার আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে শাসক দল এবং সরকারকে হুশিয়ার দিতে বিরোধী দল গুলো বাংলাদেশের উদাহরণ টখনাকে কেন্দ্র করে বিধানসভার অধিবেশনে সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী।

Sep 6, 2024 - 03:22
Sep 6, 2024 - 03:23
 0  30
অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীদের বাংলাদেশ প্রিতিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
বিধানসভার অধিবেশনে বলছেন মুখ্যমন্ত্রী।

দ্যা ফ্যাক্ট :- বাংলাদেশে সরকার পরিবর্তনের পর একটি অস্থির পরিস্থিতি কায়েম হয়েছে গোটা দেশ জুড়ে। এই ঘটনার প্রসঙ্গ টেনে ত্রিপুরাতে বিরোধীদল বারংবার শাসকদল এবং সরকারকে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করেছে। রাজ্য বিধানসভার অধিবেশনে বিরোধী দলের এই ধরনের ভূমিকাকে তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। একটি আন্তর্জাতিক বিষয়কে এইভাবে মূল্যায়ন এবং উদারন না দেবার পরামর্শ দিলেন তিনি। 

                   বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে এবং সেনাবাহিনীর সহযোগিতায় সরকারের পতন হয়েছে। বর্তমানে একটি অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে বাংলাদেশে। গোটা দেশজুড়ে লুণ্ঠন, আক্রমণ, শিক্ষক অধ্যাপকদের পদত্যাগ, অগ্নিসংযোগ জারি রয়েছে। এই পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের বিরোধী দলগুলো বহুবার শাসকদল ও সরকারের উদ্দেশ্যে বাংলাদেশের সরকারের পতনের উদাহরণ টেনে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করেছে। একটি আন্তর্জাতিক বিষয়কে এইভাবে নিজ দেশের রাজনৈতিক দল এবং সরকারের সঙ্গে তুলনা করা একেবারেই অনৈতিক এবং আপত্তিকর বিষয়। ভারতের আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে বিরোধী দলগুলো শাসকদল এবং সরকারের সমালোচনা করবে এটা স্বাভাবিক। কিন্তু সমালোচনা করতে গিয়ে কোন আন্তর্জাতিক ইস্যুকে যখন উদাহরণ হিসেবে টেনে আনবে তখন দেশের ভাবমূর্তি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে বিরোধীদের এই ভূমিকা থেকে সরে আসার আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওই দেশের অস্থির পরিস্থিতিকে কেন্দ্র করেও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow