উত্তর রামনগরে পানীয় জলের পাম্পে চোরের হানা, প্রভাবিত পানীয় জল সরবরাহ

নিয়মিত হচ্ছে চুরি। উত্তর রামনগে পানীয় জলের পাম্পে হাত সাফাই করে চোরের দল।

Apr 28, 2024 - 03:30
Apr 28, 2024 - 03:54
 0  16
উত্তর রামনগরে পানীয় জলের পাম্পে চোরের হানা, প্রভাবিত পানীয় জল সরবরাহ
চোরের তান্ডবে পানীয় জল সরবরাহ বন্ধ, তদন্তে পুলিশ।

দ্যা ফ্যাক্ট:-পানিয় জলের পাম্পে হানা দিল চোরের দল।নিয়েগেল বিভিন্ন সামগ্রী। বন্ধ পানীয় জল সরবরাহ।ঘটনা এয়ারপোর্ট থানাধীন উত্তর রামনগর এলাকায়। শুক্রবার গভীর রাতে ঘটে এই ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিশ 

             এয়ারপোর্ট থানা এলাকাতে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। শুক্রবার গভীর রাতে উত্তর রামনগরে জলের পাম্পে হানা দেয় চোরের দল। পাম্প পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে চোরেরা। স্থানীয়দের ধারণা এলাকার কতিপয় অসাধু ব্যক্তি এই কাজের সাথে সরাসরি জড়িত রয়েছে। প্রায় ১৫ দিন আগে স্থানীয় জনতা কতিপয় দুষ্কৃতিকে চুরির ঘটনার সাথে জড়িত থাকার দায়ে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী লোক ওই অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এরপরই এই ঘটনা সংগঠিত হয়েছে। স্থানীয়দের দাবি এলাকায় এই ধরনের চুরির ঘটনার রোধ করতে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow